বুধবার ১৭ এপ্রিল ২০২৪
Online Edition

২৪ দলের ক্লাব ওয়ার্ল্ড কাপের কথা ভাবছে ফিফা

স্পোর্টস ডেস্ক : ২০১৫ সালের ডিসেম্বরে ক্লাব ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর বার্সেলোনার উদযাপন। এতদিন সাত দলের টুর্নামেন্ট ছিল ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ। তবে এর দর্শক চাহিদা বাড়াতে নতুন পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন ফিফা সভাপতি ইনফান্তিনো। ৩২ দলের টুর্নামেন্টের কথা বলেছিলেন। শেষ পর্যন্ত ৩২ দল না হলেও ২৪ দল নিয়ে আগামী ২০২১ সালের জুন থেকে এর পরিধি বাড়ানোর বিষয়ে ভাবছে ফিফা। সোমবার এমন তথ্য জানা গেছে। সম্প্রতি গত সপ্তাহে ভারতে এক সভা অনুষ্ঠিত হয় ফিফার। সেখানে ওই টুর্নামেন্টে দল বাড়ানোর ব্যাপারে প্রস্তাব রাখা হয়েছিল। ফিফা তাৎক্ষণিক সেই বিষয়ে না জানালেও সোমবার মুখ খুলেন ফিফার কাউন্সিল সদস্য রেইনার্ড গ্রিন্ডেল। তবে ক্লাব ওয়ার্ল্ড ক্লাপের দল বাড়ানোর পক্ষে নন জার্মান ফুটবল ফেডারেশনের এই সভাপতি। তার মতে, ‘জুনে খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন। ফিফার শুধু জাতীয় দলের প্রতিযোগিতার দিকেই নজর দেওয়া উচিত।’প্রস্তাবিত ২৪ দলের টুর্নামেন্টে গ্রুপ থাকবে তিনটি। আট দলের প্রতিটি গ্রুপের এই টুর্নামেন্ট চলবে ১৮ দিন। সম্ভাব্য আয়োজক হিসেবে দেখা যেতে পারে চীনকে।

অনলাইন আপডেট

আর্কাইভ