শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

অ্যাকশন পরীক্ষা দিতে ইংল্যান্ডে হাফিজ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ বোলিং অ্যাকশন পরীক্ষার জন্য ইংল্যান্ডে উড়াল দিলেন। ১৯ অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে বোলিংয়ের সময় আইসিসি তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে। আইসিসির পক্ষ থেকে জানানো হয়, বোলিংয়ের সময় অনুমোদিত ১৫ ডিগ্রির চেয়ে হাত বেশি বাঁকা হয় হাফিজের। তবে হাফিজ জানিয়েছেন, বোলিংয়ের ছাড়পত্র পাওয়ার পর তিনি অ্যাকশনে পরিবর্তন আনেননি।২০১৪ সালের ডিসেম্বরে সর্বপ্রথম অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হন হাফিজ। অ্যাকশন পরীক্ষার পর ২০১৫ সালের এপ্রিলে আইসিসি এই পাকিন্তানি তারকাকে বোলিংয়ের অনুমতি দেয়। তবে 'নিষেধাজ্ঞা' কাটিয়ে ফিরতে না ফিরতেই ফের বিপাকে পড়েন হাফিজ। ২০১৫ সালের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্ট শেষে হাফিজের অ্যাকশন নিয়ে ফের সন্দেহ প্রকাশ করে আইসিসি। পরীক্ষায় ত্রুটিমুক্ত প্রমাণিত না হওয়ায় একই বছরের জুলাইয়ে ১২ মাসের জন্য বোলিংয়ে নিষিদ্ধ হন এই পাকিস্তানি স্পিনার। ২০১৬ সালের নভেম্বরে ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারে অ্যাকশন পরীক্ষায় বসেন হাফিজ। পরীক্ষা-নিরীক্ষার পর বোলিংয়ের ছাড়পত্র পান এই ডানহাতি বোলার। অবশ্য পরীক্ষার ফলাফল বের না হওয়া পর্যন্ত বোলিং করতে পারবেন হাফিজ।

অনলাইন আপডেট

আর্কাইভ