শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

বিভিন্নস্থানে জাতীয় সমবায় দিবস পালিত

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা : সাতক্ষীরা তালায় ৪৬তম জাতীয় সমবায় দিবস-১৭ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য সমবায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে তালা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপ-শহর প্রদক্ষিণ শেষে তালা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের আয়োজনে সমবায় দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার শেখ মোছাদ্দেক হোসেন।
গফরগাঁও
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা : ‘উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে গতকাল শনিবার বেলা ১১টায় গফরগাঁওয়ে ৪৬তম সমবায় দিবসে উপজেলা পরিষদ থেকে শোভাযাত্রা বের হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ। পরে সেখানে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ডা. শামীম রহমানের সভাপতিত্বে উপজেলা কেন্দ্রিয় বহুমুখী সমবায় সমিতির সভাপতি মীর জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসর মীর কাশেম, বিআরডিবির সাবেক চেয়ারম্যান সাংবাদিক ফকির এ মতিন, বর্তমান চেয়ারম্যান মো. ইলিয়াছ প্রমুখ।
কাউখালী
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরের কাউখালীতে ৪৬তম সমবায় দিবস উপলক্ষে উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীবৃন্দের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস. এম আহসান কবীর, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, সমবায় নেতা পলাশ সিকদার, হেমায়েত তালুকদার, নুরুল আমীন, ফজলুর রহমান প্রমুখ।
আলীকদম
আলীকদম (বান্দরবান) সংবাদদাতা : “উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য সামনে রেখে বান্দরবানের আলীকদম উপজেলায় ৪৬ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নায়িরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম। বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন, কৃষি কর্মকর্তা মো. মামুন ইয়াকুব প্রমুখ। র‌্যালি ও আলোচনা সভায় স্থানীয় সমবায় সংগঠনের কয়েক শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
চকরিয়া
চকরিয়া সংবাদদাতা : “উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চকরিয়ায় নানান আয়োজনে উদযাপিত হয়েছে ৪৬তম জাতীয় সমবায় দিবস। গতকাল শনিবার সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্ত্বর হতে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্ত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়।
শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত পাঠ, জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে এ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আলম এম.এ।
হিলিতে জাতীয় যুবদিবস পালিত
হিলি সংবাদদাতা : “উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে হিলিতে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে শনিবার পালিত হলো জাতীয় সমবায় দিবস।
দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শুকরিয়া পারভিনের নেতৃত্বে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বেড় হয়ে বন্দরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন সমবায় সমিতির সদস্যসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশগ্রহণ করে।

অনলাইন আপডেট

আর্কাইভ