বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

এশিয়া কাপের ট্রফিতে চোখ সাইফদের

স্পোর্টস রিপোর্টার : আগামী জানুয়ারিতে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে যুবাদের ক্রিকেট বিশ্বকাপ। সেটিকে লক্ষ্যে রেখেই অনেকদিন থেকেই অনুশীলন করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে এ মুহূর্তে বিশ্বকাপ নয় এশিয়া কাপ নিয়েই ভাবছে দলটি। শুধু তাই নয় এবার শিরোপাতেই চোখ দিচ্ছে যুবা টাইগাররা। দেশকে প্রথমবারের মতো এশিয়ার যুবা শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টের শিরোপা এনে দেওয়ার আশার কথাই বললেন অধিনায়ক সাইফ হাসান। আজ সকালে মালয়েশিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। গতকাল মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে গেলেন সাইফ, অবশ্যই আমরা এক নম্বর হওয়ার জন্য খেলবো। আমরা এখন বিশ্বকাপ নিয়ে চিন্তা করছি না, সামনে বড় একটা টুর্নামেন্ট এশিয়া কাপ। এখানে যদি ভালো করতে পারি, ম্যাচ বাই ম্যাচ যদি খেলি আশা করি আমরা ভালো ফলাফল করতে পারবো। ঘরের মাঠে আফগানিস্তান ও নেপালের সঙ্গে আশানুরূপ ক্রিকেট খেলতে পারেনি যুবারা। আফগানদের কাছে সিরিজ হারতে হয়েছে। নেপালের বিপক্ষে সিরিজ জিতলেও এক ম্যাচে হার ছিল অপ্রত্যাশিত। তবে নিজেদের সমস্যাগুলো সমাধান করতে পেরেছেন বলে মনে করেন সাইফ। তাই এশিয়া কাপে ভালো কিছু করার প্রত্যয় ঝরে তার কণ্ঠে, ওপেনিং নিয়ে আমাদের একটু সমস্যা হচ্ছিল। তবে শেষ সিরিজে পিনাক (ঘোষ) ও নাইম শেখ ভালো করছে। আমাদের ওপেনারদের যে সমস্যা ছিল আশা করি এশিয়া কাপে তা ঠিক হয়ে যাবে। তিন চার পাঁচে আমরা যারা আছি তারা এই সিরিজে (নেপালের বিপক্ষে) কিছুটা রান করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। ইনশা আল্লাহ এশিয়া কাপে এটা আরও ভালো হবে। বোলিং ইউনিটে যুবাদের দলটি শুরু থেকেই  দারুণ ধারাবাহিক পারফর্ম করছেন। সে তুলনায় পিছিয়ে আছেন ব্যাটসম্যানরা। তবে এবার ব্যাটসম্যানরাও ভালো কিছু করবেন বলে আশাবাদী অধিনায়ক, আমাদের বোলিং দুই সিরিজ থেকেই ভালো হচ্ছে। এখন যদি আমরা ব্যাটসম্যানরা ভালো একটা স্কোর দিতে পারি বোলারদের জন্য তাহলে খুব ভালো হবে। আমরা যদি পুরো ওভারগুলো খেলতে পারি তাহলে এমনিতেই ভালো একটা স্কোর আসবে বোর্ডে।  আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে এবারের এশিয়া কাপ। তবে বাংলাদেশের পর্ব শুরু হবে পরদিন। প্রথম ম্যাচে প্রতিপক্ষ নেপাল। যে দলটির কাছে ক’দিন আগেই ঘরের মাঠে হেরেছে যুবা টাইগাররা। এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ ভারত ও স্বাগতিক মালয়েশিয়া।

অনলাইন আপডেট

আর্কাইভ