বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

আগৈলঝাড়ায় নেতা-কর্মীদের উপর হামলায় ছাত্রলীগের মামলা ॥ বিক্ষোভ মিছিল গ্রেফতার

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা: বরিশালের আগৈলঝাড়ায় ছাত্রলীগ নেতাকর্মী ও সমর্থকদের উপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করেছে ছাত্রলীগ সভাপতি। এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর প্রতিবাদে বুধবার সন্ধ্যায় ছাত্রলীগের উদ্যেগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রদলের সভাপতি শামসুল হক খোকন ও সাধারন সম্পাদক হেমায়েত তালুকদার স্বাক্ষরিত প্রেসবিজ্ঞাপ্তিতে জানান, যারা দলীয় কার্যালয়ে হামলা করেছে তারা ছাত্রদলের কেউ না। উক্ত ঘটনা ছাত্রলীগের অভ্যান্তরীন ঘটনা। বুধবার সকালে উপজেলা কলেজ ছাত্রলীগের এক কর্মীকে কলেজ গেটে মারধরের জের ধরে দুপুরে দ্বিতীয় দফায় উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে একদল শিক্ষার্থীরা লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা করলে ছাত্রলীগ নেতাকর্মীসহ দলের সমর্থিত অন্তত ১০ জন আহত হবার দাবি করেছে ছাত্রলীগ নেতারা। ওই ঘটনায় উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত বাদী হয়ে বুধবার রাতে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮-১০জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেন, মামলা নং-১ (২.১১.১৭)। ওই মামলায় নগড়বাড়ি গ্রামের উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি হারুন অর রশিদের ছেলে ফয়সাল আহম্মেদ শাকিল ও এনায়েত হাওলাদারের ছেলে গৈলা ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন হাওলাদারের ভাই ইউসুফকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনিসুর রহমান বুধবার গভীর রাতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতদের গতকাল বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করেছে পুলিশ। নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় বুধবার সন্ধ্যায় উপজেলা ও কলেজ ছাত্রলীগের নেতা কর্মীরা উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে।
উপজেলা ছাত্রদলের সভাপতি শামসুল হক খোকন ও সাধারণ সম্পাদক হেমায়েত তালুকদার স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে জানান, যারা দলীয় কার্যালয়ে হামলা করেছে তার ছাত্রদল কিংবা বিএনপি’র সাথে জড়িত না। উক্ত ঘটনা ছাত্রলীগেরই অভ্যন্তরীণ ঘটনা।

অনলাইন আপডেট

আর্কাইভ