শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সাপাহারে শিক্ষার্থীর মাঝে গিফট বক্স বিতরণ

সাপাহার নওগাঁ সংবাদদাতা: সাপাহার উপজেলার পার্শ¦বর্তী নিভৃত পল্লী এলাকা লক্ষীপুরে অবস্থিত বাংলাদেশ ইভেনজিয়ালিক্যাল হলিনেস চার্চের শাখা কার্যালয়ে ২৯৫৯ জন শিক্ষার্থীর  মাঝে গিফটবক্স বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার লক্ষীপুর মিশন নিজ কার্যালয়ে এ গিফট বক্স বিতরণী অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইভেনজিয়ালিক্যাল হলিনেস চার্চের সাপাহার শাখার চেয়ারম্যান রেভ: ডেভিড ডি বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহাদ পারভেজ বসুনীয়া। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান আকবর আলী, ইউপি সদস্য মিজানুর রহমান, ইউপি সদস্য তরিকুল ইসলাম, সাপাহার রিপোর্টার্স ফোরামের সভাপতি হাফিজুল হক, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মহানন্দা টিভির ক্যামেরাম্যান আরমান চৌধুরী,আরিফুল ইসলাম প্রমূখ। এ সময় বক্তারা শিশুদের প্রতি লক্ষ্য রেখে উৎসাহ মূলক বক্তব্য প্রদান করেন।অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন সাপাহার রিপোর্টার্স ফোরামের সদস্য ও দৈনিক প্রভাতী খবর পত্রিকার প্রতিনিধি সেলিম রেজা।
উক্ত অনুষ্ঠানে উপজেলার দুই হাজার নয়শত উনষাট জন শিক্ষার্থীর মাঝে গিফট বক্স বিতরণ করা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ