শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

শাবিতে প্রতি আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে লড়বেন ৩১ জন

 

সিলেট ব্যুরো : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৮ নবেম্বর। এবার ভর্তিযুদ্ধে লড়ছেন অর্ধ লাখেরও বেশি ছাত্রছাত্রী। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৩১ জন শিক্ষার্থী।

এ বছর ১৬৮৯টি (কোটাসহ) আসনের বিপরীতে ৫২২৭৯টি আবেদন জমা পড়েছে। আগামী ১৮ নভেম্বর সকাল সাড়ে ৯টায় ‘এ’ ইউনিট এবং দুপুর আড়াইটায় ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শাবির ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার ১৪৯তম একাডেমিক কাউন্সিলের এক সভায় ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

ভর্তি কমিটির সভাপতি হিসেবে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আবদুল গণি এবং সদস্য সচিব হিসেবে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মুহিবুল আলম দায়িত্ব পালন করবেন। ভর্তি সংক্রান্ত যেকোন তথ্য ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করে অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.sust.edu/admission) থেকে জানা যাবে।

অনলাইন আপডেট

আর্কাইভ