শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

রোহিঙ্গাদের ফিরিয়ে নিন

১৪ নবম্বর, এএফপি : বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের দেশে ফিরে যাওয়ার সুযোগ করে দিতে মিয়ানমারের নেতা অং সান সুচির প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস।

সকালে ফিলিপাইনে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে এক বৈঠকে এই আহ্বান জানানো হয়।

জানা গেছে, বিকেলে সুচির সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনেরও রোহিঙ্গা বিষয়ে একটি বৈঠক হওয়ার কথা। এই বৈঠকের পর টিলারসন মিয়ানমারে যাবেন রোহিঙ্গা পরিস্থিতি দেখতে।

এদিকে সম্মেলনে মুসলিম সংখ্যালুঘু জনগোষ্ঠীর এই সংকট নিরসনে পদক্ষেপ নেয়ার ব্যাপারে সুকির ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগের কথাও বলা হয়।

জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়, জাতিসংঘ মহাসচিব বলেন, দেশটিতে মানবিক সাহায্য প্রবেশ, নিরাপত্তা ও সম্মানের সাথে দেশে ফিরে যাওয়া নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সমন্বয় সাধন জরুরি।

বিগত আড়াই মাসে মিয়ানমারের রাখাইন রাজ থেকে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে গিয়ে প্রতিবেশী দেশ বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ