বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

পুলিশের গুলীবর্ষণ সিলেটে জমি নিয়ে সংঘর্ষে আহত ৫

সিলেট ব্যুরো : সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের সারপারবাজারে মাদরাসার জমি দখলকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে ভয়াবহ সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে বিয়ানীবাজার থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলীবর্ষণ করে। পরিস্থিতি কিছুটা শান্ত হলেও থমথমে অবস্থা বিরাজ করছে এলাকায়। জানা যায়, বিয়ানীবাজার সারপার এলাকার তৈয়ব আলী গং ও সারপার মাদরাসা কর্তৃপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। এনিয়ে বিগত সময়েও উভয়পক্ষ বেশ কয়েকবার মুখোমুখী অবস্থান নিয়েছিলো। গতকাল মঙ্গলবার এরই জের ধরে সকাল ১০টার দিকে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে গুরুতর আহত হন সারপার গ্রামের শাহাব উদ্দিন আব্দুল হান্নান, আব্দুশ শুক্কুর, রুহুল আমিন, মিজানুর রহমান ও পাথারিপাড়ার আব্দুল হাসিব। আহতদের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) শাহজালাল মুন্সী, মুড়িয়া ইউপি চেয়ারম্যান আবুল খায়েরসহ এলাকার বিশিষ্টজনরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশকে সহযোগিতা করছেন।  এবিষয়ে তৈয়ব আলী গং ও মাদ্রাসা কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। উভয়পক্ষ যাতে আর সংঘর্ষ জড়াতে না পারে সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ