শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বুড়িমারী সীমান্তে বিএসএফ-এর গুলীতে বাংলাদেশী নিহত

লালমনিরহাট সংবাদদাতা : বুড়িমারী সীমান্তে গুলীতে নিহত ফরিদ হোসেন শরীফ (২৫) নামের বাংলাদেশী গরু ব্যবসায়ীর লাশ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএসফ)। নিহত যুবক ওই ইউনিয়নের উফারমারা ঠাকুরপাড়া গ্রামের শামসুল হকের ছেলে। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের আমবাড়ী সীমান্তের ৮৪০ নম্বর মেইন পিলার সংলগ্ন ভারতীয় অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
বিজিবি ও নিহত পরিবার সূত্রে জানা গেছে, নিহত শরিফসহ কয়েকজন বাংলাদেশী ব্যবসায়ী গরু আনতে ওই সীমান্ত পথে ভারতে অনুপ্রবেশ করে। এ সময় ভারতের কুচবিহার জেলার বিশবাড়ী ক্যাম্পের টহলরত ৬১ বিএসএফ-এর সদস্যরা তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলী ছুড়লে ঘটনাস্থলেই ফরিদ হোসেন শরীফ মারা যায়। এ সময় অন্য সঙ্গীরা দৌড়ে পালিয়ে আসে। পরে নিহত ফরিদের লাশ টেনে হেঁচড়ে নিয়ে যায় বিএসএসফ সদস্যরা।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর-৬১ ব্যাটলিয়নের পরিচালক লে. কর্ণেল মেহেদী হাসান নিহত বাংলাদেশীর লাশ নিয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে বিএসএফ’কে কড়া প্রতিবাদ জানিয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ