বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

ফিরতি পর্বেও বিজেএমসিকে হারালো শেখ জামাল

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা প্রত্যাশি শেখ জামাল ধানমন্ডি ক্লাব জয়ের ধারা অব্যাহত রাখলো। গতকাল রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্টিত ফিরতি পর্বের ম্যাচে টিম বিজেএমসিকে ৩-০ গোলে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। জোসেফ আফুসি চলে যাওয়ার পর মাহবুব হোসের রক্সির অধীনে প্রথম খেলতে নামা শেখ জামালকে মাঠের লড়াইয়ে আরো  উজ্জীবিত মনে হয়েছে। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে জয় পেতে খুব বেশি ঘাম ঝরাতে হয়েছে এমনটি নয়।  ফিরতি লিগে এটা শেখ জামালের টানা তৃতীয় জয়। এ নিয়ে লিগের দুই পর্বে বিজেএমসির ওপর আধিপত্য ধরে রাখল দলটি। প্রথম পর্বের ম্যাচে মোহাম্মদ নুরুল আবসারের একমাত্র গোলে জিতেছিল ২০১৫ সালের লিগ চ্যাম্পিয়নরা। সহজ জয় পেলেও ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্র ছিলো। বিজয়ী দলের আক্রমণভাগের নাইজেরিয়ান ফুটবলার ওডোইন দুটি ও গাম্বিয়ার ফরোয়ার্ড সলোমন গোল করেন। গোলশূন্য প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও বলার মতো আক্রমণ শানাতে পারেনি আগের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারানো শেখ জামাল। ৪১ মিনিটে ডান দিক দিয়ে আক্রমণে ওঠা রাফায়েল ওডোইন দারুণ ক্রস বাড়িয়েছিলেন, কিন্তু গোলমুখে দরকারি টোকা দেওয়ার মতো কেউ ছিল না।

দ্বিতীয়ার্ধে শেখ জামালের আক্রমণে ধার বাড়ে। ৫৩ মিনিটের সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় দলটি। ডান দিক থেকে খান তারার বাড়ানো ক্রসে নাইজেরিয়ান ফরোয়ার্ড ওডোইনের কোনাকুনি শটে পরাস্ত গোলরক্ষক আরিফুজ্জামান হিমেল ১-০। বিজেএমসির রক্ষণে চাপ ধরে রেখে ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় রক্সির দল। ডান দিক থেকে মোহাম্মদ জাহেদ পারভেজের ছোট পাস ধরে সলোমন কিংয়ের বাড়ানো ক্রস নিখুঁত প্লেসিং শটে জালে জড়িয়ে দেন ওডোইন ২-০। ৮২ মিনিটে লিগের নবম জয় নিশ্চিত করে নেয় শেখ জামাল। মাঝমাঠের একটু ওপর থেকে মোস্তফা উদ্দিন শিমুলের কাছ থেকে বল কেড়ে নিয়ে আক্রমণে ওঠেন সলোমন। পোস্ট থেকে হিমেলের বেরিয়ে আসার সুযোগ নিয়ে লব করেন গাম্বিয়ার এই ফরোয়ার্ড। পরে হিমেল পোস্টে ফিরে বল গ্লাভসে নিলেও ততক্ষণে বল গোললাইন পেরিয়ে যায় ৩-০। চলতি লিগে সেরা গোলদাতার লড়াই জমে উঠেছে। ৭টি করে গোল নিয়ে শীর্ষে থাকা মোহামেডানের কিংসলে চিগোজি, চট্টগ্রাম আবাহনীর তৌহিদুল আলম সবুজের সঙ্গে যোগ দিয়েছেন শেখ জামালের ওডোইন ও সলোমনও। লিগের ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে শেখ জামাল। পঞ্চম হারের স্বাদ পাওয়া বিজেএমসি ১৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে। শীর্ষে থাকা চট্টগ্রাম আবাহনীর পয়েন্ট ৩২।

অনলাইন আপডেট

আর্কাইভ