শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

বিজেএমসিকে হারিয়ে শির্ষেই রইলো চট্টগ্রাম আবাহনী

স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের শিরোপা রেসে আরো একধাপ এগিয়ে গেল চট্টগ্রাম আবাহনী। গতকাল বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে আবাহনী ২-০ গোলের সহজ পার্থক্যে টিম বিজেএমসিকে হারিয়েছে। বিজয়ী দলের নাইজেরিয়ান ডিফেন্ডার এলিসন উদোকা ও ফরোয়ার্ড জাফর ইকবাল গোল করেন। ম্যাচের শুরু থেকেই দুই দলের লড়াইটা ছিলো বেশ জমজমাট। ২২ মিনিটে এগিয়ে যাবার দারুণ একটা সুযোগ এসেছিলো টিম বিজেএমসির। ডান পায়ের বাকানো শটে মানব দেয়াল পার করে পোস্ট লক্ষ্য করে বল ফেলেন গিনির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা। বল প্রায় বক্সে চলেই যাচ্ছিলো। দ্বিতীয় প্রচেষ্টায় বল নিজ আয়ত্বে নেন গোলরক্ষক। এর ঠিক দু’মিনিট পরই প্রথম কর্ণারটা আদায় করে নেয় বন্দর নগরীর দলটি। দলীয় অধিনায়ক জাহিদ হোসেনের ডান পায়ের ক্রস থেকে বক্সে লাফিয়ে উঠে হেডে দর্শণীয় এক গোল আদায় করে নেন নাইজেরিয়ান ডিফেন্ডার এলিসন উদোকা (১-০)। ৩৩ মিনিটে বক্স লাইনের কাছে লিওনেলকে ফাউল করে হলুদ কার্ড দেখেন বিজেএমসির বাইবেক। এবারো ফ্রি কিক নেন জাহিদ হোসেন। তার শট মানব দেয়ালে লেগে বাইরে চলে যাওয়ায় আরো একটি কর্ণার পায় চট্টগ্রাম আবাহনী। জাহিদের কর্ণারে এবারো হেড নিয়েছিলেন এলিসন। কিন্তু এবার আর লক্ষ্যে স্থির থাকতে পারেননি। প্রথমার্ধ এগিয়ে থেকেই বিশ্রামে যায় চট্টগ্রামের আকাশী-হলুদ জার্সীধারীরা।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে ম্যাচে ফিরতে মরিয়া টিম বিজেএমসি কিছুটা চাপ সৃষ্টি করলেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে থাকে চট্টগ্রাম আবাহনী। ৭৪ মিনিটে অধিনায়ক জাহিদকে তুলে নিয়ে জাফর ইকবালকে নামান কোচ। নির্ধারিত ৯০ মিনিট ম্যাচের ফলাফল ছিলো (১-০)। তবে ইনজুরি টাইমের শুরুতেই গোল করে গুরুর আস্থার প্রতিদান দেন জাফর ইকবাল। মোহাম্মদ আবদুল্লাহর কর্ণার থেকে লাফিয়ে উঠে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন তরুণ এই ফরোয়ার্ড (২-০)। শেষ পর্যন্ত ম্যাচে ফেরা হয়নি টিম বিজেএমসির । ফলে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে চট্টগ্রাম আবাহনী।এবারের লিগে দীর্ঘ সময় ধরে টেবিলের শীর্ষ স্থানটি দক্ষতার সঙ্গে ধরে রাখতে সক্ষম হয়েছে বন্দর নগরীর দলটি। এই জয়ে ১৪ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো তারা। অন্যদিকে সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে টিম বিজেএমসি।

অনলাইন আপডেট

আর্কাইভ