শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

রেলের জমি গোপনে লীজ দেয়ার পাঁয়তারা

উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের উলিপুরে ভূমিদস্যু ফজলুল হক বাংলাদেশ রেলওয়ের কয়েক একর জমি অবৈধ দখল করে মৎস্য চাষ ও বালু উত্তোলনের ফলে পাইলিং ভেঙ্গে রেলপথ ঝুঁকিপূর্ণ হয়। বহুল অলোচিত এ ঘটনাটি বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ার পর শেষ পর্যন্ত রেল বিভাগ দায়সারা মামলা  করেছে। অভিযুক্ত ঐ ভূমিদস্যু এখনো বহাল তবিয়তে রয়েছে। সংশ্লিষ্ট বিভাগের ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট গোপন যোগাযোগের মাধমে রেলের জমিগুলো লীজ নেয়ার কাজ প্রায় চূড়ান্ত করেছে। এ বিষয়কে কেন্দ্র করে এলাকার লোকজনের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।  
জানাগেছে, পৌরসভার জোনাইডাঙ্গাঁ গ্রামের মৃত: জহির উদ্দিনের পুত্র ফজলুল হক প্রকাশ্যে রেলওয়ের কয়েক একর জমি জবর দখলে নিয়ে বালু উত্তোলন, মৎস্য খামার, চাষাবাদসহ বিভিন্ন কাজে ব্যবহার করছে। তার এহেন অপকর্মের প্রতিবাদ করতে গিয়ে পদে পদে লাঞ্ছিত হতে হয়েছে অনেক প্রতিবাদী মানুষকে। ভূমিদস্যু ফজলুল হকের বিরুদ্ধে বাংলাদেশ রেলওয়ের জমি অবৈধ দখলের অভিযোগ দীর্ঘদিনের। সে এলাকায় একটি ভূমিদস্যু বাহিনী গঠন করে নাম দিয়েছে ফজলু বাহিনী। ‘ফজলুর মৎস্য খামার’ নামে পরিচিত জলাশয় থেকে বিপুল পরিমান বালু উত্তোলন করে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করায় পার্শ্ববর্র্তী ফসলি জমি, রেলপথসহ পরিবেশ মারাতœক হুমকির সম্মূখীন হয়। বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় জোন লালমনিরহাটের কতিপয় অসাধু কর্মকর্তা ও কর্মচারীর যোগসাজসে রেলের জমি জবর-দখল, বালু উত্তোলন করে বিক্রি ও  মৎস্য খামার প্রকল্প তৈরী করণসহ বিভিন্ন কাজে ব্যবহার করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার খবরটি বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হওয়ার প্রায় আড়াই মাস পর বামনডাঙ্গা বাংলাদেশ রেলওয়ের এস,এস,এ ই/ওয়াকর্স মোঃ সাইদুর রহমান চৌধুরী বাদী হয়ে গত ২০ সেপ্টেম্বর/১৭ইং তারিখে উলিপুর থানায় একটি দায়সারা গোছের এজাহার দাখিল করেন। এজাহারটি পাওয়ার ৪১ দিন পর উলিপুর থানার অফিসার ইনচার্জ এস,কে আব্দুল্লাহ আল সাইদ মামলাটি রুজু করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ