শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

জকিগঞ্জ-সিলেট সড়ক সংস্কার দাবি

জকিগঞ্জ সংবাদদাতা : জকিগঞ্জ-কানাইঘাট উন্নয়ন বাস্তবায়ন পরিষদের সভাপতি জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এম এ মতিন চৌধুরী বলেছেন ভয়াবহ বিদ্ধস্ত জকিগঞ্জ-সিলেট সড়ক অবিলম্ভে সংস্কার করা না হলে জকিগঞ্জবাসীকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। তিনি বলেন হচ্ছে হবে করে দীর্ঘ তিন বছরেও সড়কটি সংস্কার না হওয়ায় তা আজ মরণ ফাঁদে পরিণত হয়েছে। শনিবার বিকেলে জকিগঞ্জের কালীগঞ্জ বাজারে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাজসেবী মাওলানা আব্দুল মুমিনের সভাপতিত্বে সংগঠক আনোয়ার হোসেন ডালিম ও মাসুদ আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান সিদ্দিকী, বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম সিলেটের সহসভাপতি সহকারী অধ্যাপক আল মামুন, জকিগঞ্জ প্রবাসী ঐক্য পরিষদের সহসভাপতি সুলেমান লস্কর, জকিগঞ্জ বার্তার সম্পাদক এনামুল হক মুন্না। বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতির নেতা শাহ আলম,   জাপা নেতা মামুনুর রশিদ সওদাগর, ছাত্র সমাজ নেতা তামিম আহমদ চৌধুরী, নুরুল হাসান তালুকদার, ছাত্র সমাজের জেলা কমিটির সদস্য নোমান আহমদ, রুবেল আহমদ, ছাত্র জমিয়ত নেতা নাজমুল হক নুমানী প্রমুখ। সিলেট-জকিগঞ্জ সড়ক সংস্কার, জকিগঞ্জে গ্যাস ও পানি সরবরাহের দাবিতে আয়োজিত সভায় বক্তারা বলেন, চিরবঞ্চিত জকিগঞ্জবাসীর দাবি আদায়ে ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। প্রধান অতিথি বলেন আগামী ১৫ জানুয়ারির মধ্যে জকিগঞ্জ-সিলেট সড়ক সংস্কার না হলে হরতালসহ লাগাতার আন্দোলন গড়ে তোলা হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ