সৌদি আরবের জুয়েলারি দোকানে বসতে পারবে না প্রবাসী শ্রমিকরা

৩০ নবেম্বর, সৌদি গেজেট : এবার সৌদি আরবের জুয়েলারি দোকানে চাকরি করতে পারবে না কোনো প্রবাসী শ্রমিক। এ মর্মে নতুন একটি আইন চালু করেছে সৌদি সরকার। সৌদি নাগরিকদের কর্মসংস্থান বৃদ্ধির উপায় হিসেবে এ উদ্যোগটি নেওয়া হয়। জুয়েলারি দোকানে কোনো প্রবাসী শ্রমিক পাওয়া গেলে ২০ হাজার রিয়াল জরিমান করা হবে। আগামী ৩ ডিসেম্বর থেকে এ আইন প্রযোজ্য হবে। প্রতিটি মার্কেটে সরকার পৃথক পরিদর্শক নিয়োগ করবেন। কোনো জুয়েলারি শপ এ আইন লঙ্ঘন করলে সিলগালা লাগিয়ে দেওয়া হবে বলেও জানা গেছে। অপরদিকে এ আইনটির বিরোধিতা করছে সৌদি আরবের মূল্যবান ধাতু ও পাথর বিক্রেতা সমিতির সঙ্গে জড়িত ব্যবসায়ীরা। তাদের দাবি এ আনটির ফলে তাদের ব্যবসায় ধস নেমে আসবে। এক জরিপ মতে, সৌদি আরবে ছয় হাজারেরও বেশি জুয়েলারি শপ রয়েছে। এসব দোকানে ২৫ হাজারের বেশি প্রবাসী শ্রমিক কাজ করে। এদের মধ্যে কিছু দোকান প্রবাসীদের মালিকানায়। এ ছাড়া অনেক দোকান সৌদি নাগরিকদের মালিকানায় হলেও মূলত মালিকানা ও পরিচালনা করছেন প্রবাসীরা।