শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

গেইলের ৮০০ ছক্কা

বিপিএল শেষ হতে চলেছে অথচ কোনো ব্যাটসম্যানের ব্যাট থেকেই সেঞ্চুরি নেই। তবে ক্রিস গেইল যেদিন ছন্দে থাকেন সেদিন খারাপ উইকেটের অজুহাতটা তাঁর সামনে ধোপে টেকে না। বিপিএলের পঞ্চম আসরের প্রথম শতকটি এলো এই ক্যারিবীয় ব্যাটসম্যানের ব্যাট থেকে। গেইলের অতিমানবীয় ব্যাটিংয়ে খুলনা টাইটানসকে হারিয়ে কোয়ালিফায়ার পর্বে উঠে গেল রংপুর রাইডার্স। টি-টোয়েন্টি ক্রিকেটে গেইলের এটি ১৯তম শতক। ২০১৩ সালের বিপিএলে ঢাকার হয়ে সিলেট রয়েলসের বিপক্ষে এক ইনিংসে ১২টি ছক্কা মেরেছিলেন গতকাল নিজের সেই রেকর্ড ভেঙে দিলেন গেইল। বিপিএলের ইতিহাসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডও এটি। এর আগে ২০১২ সালে ১১৬ রান করেছিলেন গেইল। 

গতকাল আরেকটি রেকর্ড গড়েছেন এই ক্যারিবীয় জায়ান্ট। টি-টোয়েন্টি ক্রিকেট গতকাল ৮০০তম ছক্কা মারলেন তিনি। ছয় মারার পরিসংখ্যানে গেইলের আশপাশেও নেই কেউ। এই ম্যাচে ১৪ ছক্কা মারা গেইলের মোট ছয় ৮০১টি। টি-টোয়েন্টি ৫০৬টি ছয় মেরে গেইলের পেছনে রয়েছেন তারই স্বদেশি কাইরন পোলার্ড। ৪০৮টি ছয় মেরে তৃতীয় স্থানে রয়েছেন রংপুরের অপর তারকা ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালাম।

অনলাইন আপডেট

আর্কাইভ