শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

জেরুসালেম নিয়ে ট্রাম্পের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রকে অনুতপ্ত হতে হবে: ইরান

 ৮ ডিসেম্বর , পার্স টুডে : জেরুসালেমকে ইসরাইলের রাজধানী স্বীকৃতি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রকে অনুতপ্ত হতে হবে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. আলী আকবর।

 ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত ৩১তম আন্তর্জাতিক ইসলামি ঐক্য সম্মেলনের সমাপনী অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

 বেলায়েতি বলেন, ফিলিস্তিনের  জেরুসালেম সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছেন সেজন্য দেশটিকে লজ্জিত ও অনুতপ্ত হতে হবে।

 এ সিদ্ধান্ত মুসলিম বিশ্বের কাছে মার্কিন রাজনৈতিক জীবনের জন্য চূড়ান্ত বিপর্যয় ডেকে আনবে।

আলী আকবর বেলায়েতি আরও বলেন, ট্রাম্পের বোকামিপূর্ণ সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্রকে পরিতাপ করতে হবে। কারণ ট্রাম্পের এ সিদ্ধান্ত বিশ্বের দেড়শ কোটি মুসলমানের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

ইসরাইলের রাজধানী তেল আবিব থেকে মার্কিন দূতাবাস সরিয়ে  জেরুসালেমে নেওয়ার বিষয়ে ১৯৯৫ সালে মার্কিন কংগ্রেসে একটি প্রস্তাব পাস হলেও ইস্যুটির সংবেদনশীলতা বিবেচনায় নিয়ে আজ পর্যন্ত দেশটির কোনও প্রেসিডেন্ট সে প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগ নেননি।

 কিন্তু ট্রাম্প শেষ পর্যন্ত তা করলেন এবং বুধবার তিনি চুড়ান্ত ঘোষণায়  জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন।

তুরস্ক, মিসর, জর্ডান, তিউনিসিয়া, আলজেরিয়া, ইরাক ও কয়েকটি দেশে বিক্ষোভের খবর পাওয়া গেছে। 

অনলাইন আপডেট

আর্কাইভ