শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সন্ত্রাসবাদ দমনে সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করেছে পাকিস্তান : পেন্টাগন

৯ ডিসেম্বর, জিও নিউজ : বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ বিরোধী যুদ্ধে সেনা সদস্য ও সাধারণ জনগণের মাঝে সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করেছে পাকিস্তান। মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের পক্ষ থেকে পাকিস্তানকে এ ত্যাগ স্বীকারের স্বীকৃতি দেওয়া হলো।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস পাকিস্তান সফর শেষে দেশে ফেরার পর প্যান্টাগনের প্রধান মুখপাত্র ডানা হোয়াইট গত শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, পাকিস্তান সরকারের সঙ্গে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর অনেক ফলপ্রসু আলোচনা হয়েছে । পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নে এখনো অনেক সুযোগ রয়েছে। আমিরা পারস্পরিক আলোচনা করে যাচ্ছি।

ডায়না হোয়াইট আরও বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদ দমনে অনেক চেষ্টা করে যাচ্ছে। সন্ত্রাসবাদের কারণে দেশটির হাজারো নিরীহ জনগণ ও সেনা সদস্য প্রাণ হারিয়েছে। এ জন্যই পাকিস্তানের আঞ্চলিক স্বার্থে আফগান্তিানের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক বজায় রাখা উচিত।

অনলাইন আপডেট

আর্কাইভ