মানারাত ভার্সিটিতে বিবিএ ৩৯ তম ব্যাচের বিদায় অনুষ্ঠান

গত ১০ ডিসেম্বর মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের ৩৯তম ব্যাচের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী অনুষ্ঠান গুলশান ক্যাম্পাসের কর্ডোভা হলে অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক রোকেয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম উমার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার হাফিজুল ইসলাম মিয়া, স্কুল অব বিজনেস এন্ড ইকোনোমিক্স এর ডিন প্রফেসর সিরাজউদ্দৌলা শাহীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড মার্কেটিং এর বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ শামিম উদ্দিন খাঁন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মাহবুব আলম, ইদ্রিস আলী, আবদুল্লাহ আল মাহমুদ, নুরুল হুদা রাজীবসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ। আলোচনা পর্ব শেষে বিদায়ী শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।