শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ আয়োজক ভারত

 

স্পোর্টস ডেস্ক : আইসিসি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে ভারত। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) স্পেশাল জেনারেল মিটিংয়ে এ ব্যাপারে অফিসিয়ালি ঘোষণা করা হয়। এছাড়া ২০২১ চ্যাম্পিয়নস ট্রফিও ভারত আয়োজন করবে বলে জানানো হয়। ২০১৩ সালেই বিশ্বকাপ আয়োজন করা নিশ্চিত করেছিল ভারত। সেবার লন্ডনে আইসিসির বার্ষিক কনফারেন্সে ভারতকে এই টুর্নামেন্ট আয়োজন করার অনুমোদন দেয়া হয়। এ ব্যাপারে বিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সেক্রেটারি অমিতাভ চৌধুরি বলেন, আগেই ২০২৩ বিশ্বকাপের আয়োজক দেশ নির্ধারণ করে ক আইসিসি। সোমবারের সভায় আমরা এই প্রস্তাব চূড়ান্ত করেছি। শুধু বিশ্বকাপই নয়, সেই সঙ্গে তার দু’বছর আগে ২০২১ সালের চ্যাম্পিয়নস ট্রফিও আয়োজন করবে ভারত। অতীতে ভারত কখনো একক ভাবে বিশ্বকাপ ক্রিকেট আয়োজন করেনি। ১৯৮৭, ১৯৯৬ ও ২০১১ সালে ভারতের সঙ্গে অন্যতম শরিক দেশ ছিল পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এবার তাই এক নতুন অভিজ্ঞ ও ভারতীয় ক্রিকেট প্রশাসকদের। চ্যাম্পিয়নস ট্রফি ২০২১ সালে আয়োজিত হবে কি না, এ নিয়ে সন্দেহ আছে। কেননা আইসিসির নতুন ওয়ানডে লিগ চালু হলে এই টুর্নামেন্ট বাতিল হয়ে যেতে পারে। 

অনলাইন আপডেট

আর্কাইভ