শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

লৌহজংয়ে সন্ধ্যার পরে গায়ে হলুদ করা যাবে না

লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : সন্ধ্যার পরে লৌহজং উপজেলার কোথাও বিয়ে সাদির গায়ে হলুদ অনুষ্ঠান করা যাবে না কেননা এসব অঞ্চলে গায়ে হলুদের অনুষ্ঠানের নামে চলে মাদকের আসর। রাত ভর এসব অনুষ্ঠানের অধিকাংশতেই চলে মদ, বিয়ার, গাজা ও ইয়াবার অসর ও অশ্লীল ডিজে পার্টি। এ সম্পকিত কথাবার্তা নিয়ে লৌহজং উপজেলার মাসিক আইনশৃঙ্খলা সভায় গত ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার ব্যাপক আলোচনা সভা হয়। লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনির হোসেনের সভাপত্বিতে উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন ব্যাপারী, মহিলা ভাইস-চেয়ারম্যান নাজনিন আক্তার স্বর্না, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিনাত ফৌজিয়া, লৌহজং থানার ভারপাপ্ত কর্মকর্তা মো. আনিচুর রহমান, লৌহজং তেউটিয়ার ইউপি চেয়ারম্যান মো. রফিকুলইসলাম, বেজগাও ইউপি চেয়ারম্যান আমির হোসেন তালুকদার, কনকসার ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, হলদিয়ার ইউপি চেয়ারম্যান মো. মোজ্জামেল হক, পল্লী বিদ্যুতের ডিজিএম মো. আরিফুল হক, কৃষি কর্মকর্তা রাকিবুল হাসান, বিক্রমপুর প্রেস ক্লাবের সভাপতি মো. মাসুদ খান প্রমুখ ।

অনলাইন আপডেট

আর্কাইভ