বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

বছরে ৩‘শ কোটি টাকার কাগজী লেবু বিক্রি কাগজী লেবুর হাট শ্রীমঙ্গল

এমএ রব, শ্রীমঙ্গল (সিলেট) থেকে : প্রতিদিন প্রায় এক কোটি টাকার লেবু বিক্রি করা হচ্ছে শ্রীমঙ্গলের হাটে। বছরে ৩‘শ কোটি টাকার অধিক মূল্যের কাগজী লেবু দেশের অভ্যন্তর ও বিদেশে রপ্তানী করা হচ্ছে। শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় কাগজী লেবু চাষের প্রতি চাষীদের উৎসাহ ব্যাপক ভাবে বৃদ্ধি পেয়েছে। সিলেট বিভাগের বাণিজ্যিক কেন্দ্র শ্রীমঙ্গলে এখন কাগজী লেবুর ব্যাপক সমারোহ। এখান থেকে কোটি কোটি কাগজী লেবু ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ট্রাক বোঝাই করে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা। বিভিন্ন প্রসাধনী ও কেমিকেল কোম্পানিগুলো কিনে নিচ্ছে কাগজী লেবু। তাছাড়া বেভারেজ কোম্পানিও লেমন কোল্ড ড্রিঙ্কস এর জন্য বিপুল পরিমাণ কাগজী লেবু ক্রয় করছে। এখন কাগজী লেবুর ভর মৌসুম হওয়ায় লেবুর দাম কিছুটা কম হলেও প্রতিদিন প্রায় কোটি টাকার লেবু বেচা কেনা হচ্ছে। শ্রীমঙ্গলের বিভিন্ন বাগান থেকে উৎপাদিত কাগজী লেবু দেশের বাইরে রপ্তানী করা হয়। ফলে বিপুল সরকারের পরিমাণ রাজস্ব আয় হচ্ছে। বৃহত্তর সিলেট দেশের উন্নয়নশীল জেলার মধ্যে অন্যতম এবং সর্বোচ্চ বৈদেশিক মুদ্রার্জনের কেন্দ্রস্থল। বর্তমানে শ্রীমঙ্গলে সারা বছরেই কাগজী লেবু উৎপাদন হয়ে থাকে। প্রতি বছর প্রায় ৩শ' কোটি টাকার অধিক কাগজী লেবু দেশের অভ্যন্তরে ও বিদেশে রপ্তানী করা হয়। দেশের চা শিল্পাঞ্চল মৌলভীবাজার জেলার প্রধান অর্থকরী ফসল চায়ের পরেই কাগজী লেবুর স্থান। টিলা ও সমতল ভূমিতে কাগজী লেবুর বাগান দিগন্ত বিস্তৃত। উঁচু-নীচু পাহাড়ী টিলা, পাহাড়ের ঢালু, ফসলী জমির মাঠ, বাড়ির আঙ্গিনাসহ আনাচে-কানাচে গড়ে উঠেছে কাগজী লেবুর বাগান। আদিকাল থেকে শ্রীমঙ্গলে বিভিন্ন প্রজাতির লেবুর চাষ কম-বেশী হলেও বাণিজ্যিক ভিত্তিতে চাষাবাদ শুরু হয় সত্তরের দশক থেকে। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, কমলগঞ্জ, কুলাউড়া, বড়লেখা ও হবিগঞ্জ জেলার বাহুবল, চুনারুঘাট উপজেলায় কাগজী লেবুর ব্যাপক চাষাবাদ করা হচ্ছে। তবে শ্রীমঙ্গলেই এর চাষাবাদ বেশি হয়ে থাকে। যা অন্যান্য অঞ্চলের উৎপাদিত কাগজী লেবুর চেয়ে স্বাদ, গন্ধ ও সাইজে আলাদা। লাভজনক হওয়াতে লেবু চাষের প্রতি চাষীদের উৎসাহ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। কাক ঢাকা ভোর থেকে দিনভর জীপ, টেম্পু, ট্রাক ও ঠেলা গাড়ীতে করে বিপুল পরিমাণ কাগজী লেবু শ্রীমঙ্গলের বাজারে আসছে। শ্রীমঙ্গলে উৎপাদিত কাগজী লেবু ছাড়াও উন্নত মানের চায়না, জারা, এলাচি, সিডলেস লেবু উৎপাদন হয়। শুধু শ্রীমঙ্গল ও আশপাশের এলাকায় ২ হাজারেরও বেশি লেবু বাগানের উৎপাদিত কাগজীলেবু শ্রীমঙ্গলের বাজারে বেচা-কেনা হয়। বর্তমানে উপজেলায় ৩০ হাজার হেক্টর পাহাড়ী ভূমিতে লেবু চাষ করা হচ্ছে, তবে প্রকি বছর লেবু বাগানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। রীতিমত প্রতিযোগিতা করা হচ্ছে লেবু চাষ নিয়ে। অনেকে আনারস চাষ বাদ দিয়ে লেবু চাষের প্রতি ঝুঁকে পড়েছে। একাধিক লেবু চাষীদের সাথে আলাপ করে জানা যায়, দুর্গম পাহাড়ী এলাকায় লেবু চাষের জন্য সেচ ব্যবস্থা খুবই ব্যয় বহুল। বৈদ্যুতিক নলকূপের মাধ্যমে সেচ কার্য চালানো হয়। মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলা ও হবিগঞ্জের বাহুবল উপজেলায় অসংখ্য নতুন নতুন কাগজী লেবুর বাগান গড়ে উঠেছে। দেশের লেবুর চাহিদার ৯০ শতাংশ উৎপাদন হয় শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন লেবুর বাগান থেকে। মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় বর্তমানে ৪০ হাজার হেক্টর পাহাড়ী ও সমতল ভূমিতে কাগজী লেবুর চাষাবাদ করা হচ্ছে। এখান থেকে প্রতিদিনই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রচুর পরিমাণের কাগজী লেবু নিয়ে যাচ্ছেন পাইকারী ব্যবসায়ীরা। শ্রীমঙ্গলের কাগজী লেবুর চাহিদা দেশের অভ্যন্তরে যেমন রয়েছে তেমনি বিদেশেও এর ব্যাপক চাহিদা রয়েছে বলে ব্যবসায়ীরা জানান। প্রতি বছরেই লন্ডনসহ মধ্যপ্রাচ্যে শ্রীমঙ্গলের কাগজী লেবু রপ্তানী করা হয়ে থাকে। চট্রগ্রাম ও টাঙ্গাইলের মধুপুরের পাহাড়ী এলাকায় কাগজী লেবুর চাষ করা হলেও তা শ্রীমঙ্গলের লেবুর মত উন্নত ও মানসম্পন্ন নয়। কাগজী লেবু ক্রয় বিক্রয়ের জন্য শ্রীমঙ্গলে প্রায় ৪‘শ আড়ৎ ও বিক্রয় কেন্দ্র রয়েছে। আড়তদারদের সাথে আলাপকালে জানা যায়, প্রতিদিন বাগান থেকে শ্রীমঙ্গলের বাজারে লেবু পরিবহনের জন্য ২ হাজার জীপ, ৮/৯ ‘শ ঠেলাগাড়ি, প্রায় এক হাজার বাইসাইকেল ব্যবহৃত হচ্ছে। দুর্গম পাহাড়ি বাগান থেকে একটি জীপ প্রতিদিন ৩ থেকে ৪ বার লেবু আনতে পারে। তাছাড়া ঠেলা গাড়িতে প্রতিদিন ২বার এবং বাইসাইকেলে ২ থেকে ৩ বার লেবু বাজারে বিক্রয়ের জন্য পরিবহন করছে হরদম। শ্রীমঙ্গল নতুনবাজারের আড়তদার আব্দুল মালেকের দেয়া তথ্যমতে শ্রীমঙ্গলের বাজারে প্রতিদিন ৯০ লাখ থেকে ১ কোটি টাকার কাগজী লেবু ক্রয় বিক্রয় হচ্ছে। মওসুমে এর পরিমাণ কিছু বৃদ্ধি পায়। তবে গড়ে প্রতি বছর ৩'শ কোটি টাকার অধিক মূল্যের লেবু বিক্রয় হচ্ছে। শ্রীমঙ্গলের শীর্ষ কাগজী লেবুর বাগান মালিক ও শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মোঃ আহাদ মিয়া জানান, সারা বছরই কাগজী লেবুর ফলন হয়। তিনি বলেন লেবু উৎপাদন আরও বৃদ্ধি পেতো। যথা সময়ে ইউরিয়া সারের সঙ্কট দেখা দেয়। ফলে বাগান মালিকরা চাহিদামত সার প্রয়োগ করতে পারেন না। তিনি বলেন, কাগজী লেবুর চাষাবাদ লাভজনক, তাই শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় কাগজী লেবু চাষ ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন লেবু বাগানের সার সমস্যা না হলে প্রতি বছরে শ্রীমঙ্গলে কমপক্ষে ৪শ' কোটি টাকার কাগজী লেবু বেচাকেনা সম্ভব হতো। শ্রীমঙ্গলে ৮টি কাগজী লেবুর বাগান সরফরাজ আলী বাবুল জানান, শ্রীমঙ্গল উপজেলার পাহাড়ী এলাকায় লেবু চাষ শুরু হলেও এর বিস্তার ঘটেছে কমলগঞ্জ, বাহুবল, মৌলভীবাজারসহ শ্রীমঙ্গলের আশপাশ উপজেলাগুলোতে। এসব বাগানের উৎপাদিত লেবুর বাজার শ্রীমঙ্গল। তার দেওয়া তথ্যমতে প্রায় ২ হাজারের অধিক কাগজী লেবুর বাগানের উৎপাদিত লেবু শ্রীমঙ্গলে বেচা কেনা হয়। কাগজী লেবুর চাষাবাদ বৃদ্ধির ফলে বেকারদের কর্মসংস্থানের সুযোগ ছাড়াও দেশের বাইরে লেবু রপ্তানীর মাধ্যমে সরকার পাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। কাগজী লেবু দেশের বিশাল অর্থকড়ি আয়ের উৎস হিসেবে লেবু চাষীদের সমস্যা নিরসনসহ উৎপাদন বৃদ্ধির প্রতিকূলতা দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি।

অনলাইন আপডেট

আর্কাইভ