শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

খাদ্য অধিকার আইনের দাবিতে গাইবান্ধায় গণমিছিল

গাইবান্ধা সংবাদদাতা: খাদ্য অধিকার সপ্তাহ-২০১৭ উদযাপন উপলক্ষে খাদ্য অধিকার বিষয়ক আইনী কাঠামো তৈরির পক্ষে জনমত তৈরির প্রেক্ষাপটে  বৃহস্পতিবার সকালে একটি গণমিছিল গাইবান্ধা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ছিন্নমূল মহিলা সমিতির আয়োজনে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (খানি), অ্যাকশন এইড, উন্নয়ন ধারা ও ব্রোট’র সহযোগিতায় এই গণমিছিল অনুষ্ঠিত হয়।
পরে ছিন্নমূল মহিলা সমিতির কার্যালয়ে এক সভায় বক্তব্য রাখেন- ছিন্নমূল মহিলা সমিতি নির্বাহী পরিচালক মুর্শীদুর রহমান খান, গাইবান্ধা প্রেসক্লাবের সাংগাঠনিক সম্পাদক উত্তম সরকার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আমিরুল ইসলাম, নারী নেত্রী ফাহমিদা বেগম, সমন্বয়কারী এবিএম মাছুদুন্নবী লিপন, মোঃ শামসুল আলম প্রমুখ।
এ সময় বক্তারা দেশে খাদ্য অধিকার আইন প্রণয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রতিশ্রুতির কথা উল্লেখ করে অবিলম্বে এই আইন পাশ করে দেশের সকল মানুষের খাদ্য অধিকার নিশ্চিত করাসহ খাদ্য প্রত্যেক মানুষের প্রাথমিক ও প্রধানতম অধিকার হিসাবে দেশে আইনী কাঠামো গড়ে তোলার দাবি জানান।

অনলাইন আপডেট

আর্কাইভ