বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

বিশ্বকাপের আগে ইতালির মুখোমুখি আর্জেন্টিনা

 

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া ইতালির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আগামী মার্চে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা নিশ্চিত করেছেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট ক্লাউদিও তাপিয়া। ‘ইতালির বিপক্ষে প্রীতি ম্যাচ মার্চে। আর্জেন্টিনার ফুটবল প্রধান  তাপিয়া জানান, তার আগের ম্যানেজমেন্ট এ সূচি ঠিক করে রেখেছিল, ‘যদি আমরা ম্যাচটা না খেলি, তাহলে আর্থিক জরিমানা দিতে হবে।’ 

আগামী বছর বিশ্বকাপের আগে আরও তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তাদের একটি আবার স্পেনের বিপক্ষে বলে শোনা যাচ্ছে।বিশ্বকাপের ঠিক আগে দেশের মাটিতে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তবে ইউরোপ যাওয়ার আগে ৩০ মের ওই ম্যাচের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি। কোচ হোর্হে সাম্পাওলি ছুটি থেকে ফিরলে তার সঙ্গে কথা বলে চূড়াস্ত করবো। আর বিশ্বকাপের আগে আমাদের শেষ ম্যাচ হবে ৩০ মে লা বোম্বোনেরাতে।’ আর্জেন্টিনা রাশিয়াতে পা রাখার আগে ৮ দিন অনুশীলন করবে বার্সেলোনার মাঠে। ১ জুন থেকে সেখানে অনুশীলন করবে মেসিরা।বিশ্বকাপ চূড়ান্ত হওয়ার পর এরই মধ্যে দুটি প্রীতি ম্যাচ রাশিয়াতে খেলেছে আর্জেন্টিনা।

রুশদের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল তারা। কিন্তু পরের ম্যাচে নাইজেরিয়া তাদের হারায় ৪-২ গোলে।

অনলাইন আপডেট

আর্কাইভ