শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

চকরিয়া মগবাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমির হোসাইনের ইন্তিকাল

চকরিয়া সংবাদদাতা : কক্সবাজারের সিনিয়র সাংবাদিক কামাল হোসেন আজাদ ও সাপ্তাহিক সোনার বাংলা পত্রিকার ভ্রাম্যমাণ প্রতিনিধি খন্দকার মো. হোসাইনের বড়ভাই চকরিয়া পৌরসভা ৭নং ওয়ার্ড বিনামারাগ্রামের বাসিন্দা মৃত মাস্টার আবদুস ছামাদের বড় ছেলে পৌরসভা মগবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. আমির হোসাইন (৭২) ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ব্যবসায়ী আমির হোসাইন দীর্ঘদিন ধরে বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন।
শনিবার বিকেলে গুরুতর অসুস্থ হয়ে পড়লে পৌর এলাকার মগবাজারস্থ মাস্টারপাড়ায় বোনের বাড়িতে শয্যাশায়ি ছিলেন। পরেরদিন গতকাল রোববার ভোররাত ৪টা ৪০মিনিটের দিকে অসুস্থ শয্যাশায়ি অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 
একইদিন দুপুর ২টায় পৌর এলাকার গ্রামেরবাড়ি বিনামারা পুরাতন কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের বিশাল নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মরহুমের ছোট ছেলে আইনজীবী সহকারী হাবিব উল্লাহ মিজবাহ। সাংবাদিক শাহরিয়ার মাহমুদ রিয়াদের পরিচালনায় নামাযে জানাযা পূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মগবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা নূরুল আলম, মরহুমের ছোটভাই সাংবাদিক কামাল হোসেন আজাদ, মাওলানা জসীম উদ্দিন হেলালী, মরহুমের ভাগিনা উপাধ্যক্ষ মাওলানা মো. কুতুব উদ্দিন ও মরহুমের মেঝো ছেলে এহেসানুল হক মিন্টু। 
বিশাল জানাযায় অংশগ্রহণ করেন জামায়াতে ইসলামী চকরিয়া উত্তরের আমীর মাওলানা ছাবের আহমদ, চকরিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব রেজাউল হক সওদাগর, চট্টগ্রাম নৌ-বাহিনী স্কুল এন্ড কলেজের কো-অর্ডিনেটর মাস্টার আজিজুল হক, কক্সবাজার রামু আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) মাদরাসার পরিচালক মাওলানা ফখরুল ইসলাম, চকরিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরায়েজী, চট্টগ্রাম আলকরণ জামে মসজিদের খতিব মাওলানা আজিজুল হক জিহাদী, আওয়ামী লীগ নেতা শেখ মো. শাহজাহান, দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুল হক (বি.এস.সি), চকরিয়া এজহারুল উলুম দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মাহমুদুল হক, প্রভাষক আবু ছৈয়দ, মাওলানা নেজাম উদ্দিন, চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক শাখার পরিচালক মো. রেজাউল করিম, বিশিষ্ট দানবীর মাওলানা ইদ্রিস আহমদ, যুবলীগ নেতা আজিজুল হকসহ সর্বস্তরের জনসাধারণ। পরে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 
এদিকে রোববার সকাল ১০টায় বাড়িতে এসে মরহুমের পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর মাওলানা মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এসময় সাথে ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু তাহের চৌধুরী, সহকারী সেক্রেটারি জাহেদুল ইসলাম, চকরিয়া শহরের ভারপ্রাপ্ত আমীর মুহাম্মদ হেদায়াত উল্লাহ, উপজেলা দক্ষিণের আমীর মুহাম্মদ মোজাম্মেল হক ও শ্রমিক নেতা শওকত আলম।
অন্যদিকে বিশিষ্ট ব্যবসায়ী মো. আমির হোসাইনের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি আলহাজ্ব মৌলভী মোহাম্মদ ইলিয়াছ, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম বি.এ (অনার্স) এম.এ, পৌর মেয়র আলমগীর চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদের সিনিয়র প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, চকরিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি মো. আবদুল মজিদ প্রমুখ ব্যক্তিবর্গ। শোকদাতাগণ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহর দরবারে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ