বিদেশ সফর ভারতের ভবিষ্যৎ নির্ধারণ করবে -----শাস্ত্রী

স্পোর্টস ডেস্ক : চলতি বছর টেস্টে সাফল্যে ভরা ছিল ভারতের। ৯টি সিরিজ জিতে নিয়েছে বিরাট কোহলির দল। যদিও এর ৬টি ছিল ঘরের মাঠে। তবে নতুন বছর ঘরের বাইরে সিরিজ দিয়ে শুরু করবে ভারতীয় দল। তাই আগামী বছরকে একভাবে চ্যালেঞ্জিং হিসেবে দেখছেন দলটির কোচ রবি শাস্ত্রী। শাস্ত্রী মনে করেন বিদেশ সফরের সময়টাই ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে ভারতের। তবে এটা মনে রাখতে হবে আগামী এক থেকে দেড় বছর সময়টাই ভারতের ক্রিকেট কোন দিকে যাচ্ছে সেটা নির্ধারণ করে দেবে।’নতুন বছরে দক্ষিণ আফ্রিকায় তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। এরপর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকা সফরের আগে দলের সার্বিক বিষয় নিয়ে কথা বলেন কোচ শাস্ত্রী। তিনি আরও জানান সবাই সতর্ক আসন্ন সফর নিয়ে। আগামী ১৮ মাস পর এই দলটা আরও ভালো ক্রিকেট দল হিসেবে জ্বলে উঠবে।’