শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে বিএনপি হরতাল ডেকেছে - সাজেদা চৌধুরী

স্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী অভিযোগ করেছেন, যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত এবং দেশের উন্নয়ন কর্মকান্ড ব্যাহত করতে বিএনপি হরতালের ডাক দিয়েছে কিন্তু জনগণ হরতাল সফল হতে দিবে না। তিনি দাবি করেন বিদ্যুৎ সমস্যার কারণে মানুষ দুর্ভোগ পোহাতে রাজি কিন্তু তারা হরতালের মত ধ্বংসাত্মক কর্মসূচি চায় না। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবলীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক চৌধুরীর সবাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য পেশ করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, যুবলীগের সাধারণ সম্পদক মির্জা আজম, যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ফরিদ বিন আহমেদ প্রমুখ। সাজেদা চৌধুরী বলেন, দেশে বারবার গণতন্ত্রের উপর আঘাত এসেছে। আমরা চিরতরে সেটা বন্ধ করতে চাই। বেগম মতিয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগ সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে জানে। সেটা বেগম জিয়া জানেন না। তিনি জনগণের সামনে মিথ্যা ভাষণ দিয়ে ভুলিয়ে রাখতে চান। তিনি বলেন, বেগম জিয়া বিদ্যুৎ দেয়ার নামে খুঁটি বসিয়ে জনগণের সাথে প্রতারণা করেছেন। তিনি দাবি করেন, মানুষকে যদি সব ভুলানো যেতো তাহলে নতুন প্রজন্ম যুদ্ধাপরাধীদের বিচারের দাবি তুলতোনা। সভায় লিখিত বক্তব্য পেশকালে সৈয়দ আশরাফ বলেন, দেশের উন্নয়ন কর্মকান্ড ব্যাহত করার জন্য হরতাল ডাকা হয়েছে। জনগণ এ সরকারকে বিপুল ভোট দিয়ে নির্বাচিত করেছে যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য। বেগম জিয়া হরতাল দিয়ে এ বিচার বন্ধ করতে পারবেনা। তিনি বলেন, বেগম জিয়াকে স্পষ্ট করে বলতে হবে তিনি যুদ্ধাপরাধীদের বিচার চান কিনা? তিনি দাবি করেন পল্টন মাঠে বেগম জিয়ার বক্তব্য অসত্য বিভ্রান্তিকর ও রাজনৈতিক ফায়দা লুটার অপকৌশল। ৫ বছর ক্ষমতায় থাকাকালে বেগম জিয়া দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিলেন, জঙ্গিবাদের সৃষ্টি করেছিলেন। তার মুখে সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুমকি শোভা পায় না। তিনি বলেন, বেগম জিয়া ক্ষমতায় থাকাকালে এক মেগাওয়াট বিদ্যুৎ যোগ না করে ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ দাবি জনগণের সাথে তামাশা মাত্র। তিনি অভিযোগ করে বলেন, বেগম জিয়ার শাসন আমলে চালের দাম বেড়েছে সারের দাবিতে কৃষক মরেছে, নারী নির্যাতনের ঘটনা আশংকাজনক হারে ঘটনা ঘটেছে। ২১ আগষ্ট গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, দেশের মানুষ যখন হরতাল এবং জ্বালাও পোড়াও রাজনীতির বিপক্ষে তখন সরকারের উন্নয়ন কর্মকান্ড ব্যাহত করতে হরতালের ডাক দেয়া হয়েছে। আইন প্রতিমন্ত্রী বলেন, যারা দুর্নীতি করে কোটি কোটি টাকা কামিয়েছে তাদের মামলা প্রত্যাহার করার জন্য আমরা ক্ষমতায় আসিনি।

অনলাইন আপডেট

আর্কাইভ