পিইসি ও জেএসসি’তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ধারাবাহিক সাফল্য

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে রাজধানীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। এ বছর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে ১১৩২ জন শিক্ষার্থী পিইসি পরীক্ষায় অংশগ্রহণ করে। উভয় মাধ্যমে পাসের হার ১০০% এবং জিপিএ-৫ অর্জন করেছে ১০৯৯ জন। জিপিএ-৫ অর্জনের হার ৯৭. ০৮%। জেএসসিতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বাংলা ও ইংরেজি মাধ্যমে ১১৩৫ জন ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেয় এবং উভয় মাধ্যমে পাসের হার ১০০%। জেএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৮৪৩ জন। জিপিএ-৫ অর্জনের হার ৭৪.২৭%। শুরু থেকেই প্রতিবছর পিইসি এবং জেএসসিতে নিজেদের সেরা ফলাফল ধরে রাখতে সক্ষম হচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। উভয় পরীক্ষায় ধারাবাহিকভাবে সাফল্য ধরে রাখার ব্যাপারে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম বলেন, শিশুদের পরীক্ষায় সেরা ফলাফল অর্জন আমাদের অভিজ্ঞতা ও সর্বাত্মক প্রচেষ্টার ফসল। প্রেস বিজ্ঞপ্তি।