বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

সাদুল্যাপুরে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও মানববন্ধন

সাদুল্যাপুর (গাইবান্ধা) সংবাদদাতা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গার খামার দশলিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের জেএসসি’র ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসীর চলমান আন্দোলন সংগ্রামের অংশ হিসাবে এ এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সকল স্তরের শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের জনগণ এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। মঙ্গলবার সকালে নলডাঙ্গা ১নং রেলগেটে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ কর্মসূচীতে প্রায় সহস্রাধিাক নারী পুরুষ অংশ নেয়। ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালীন সময়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নুরে আলম নান্টু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইসমাইল হোসেন সরকার, অধ্যক্ষ তাজুল ইসলাম, রেজাউল করিম, প্রভাষক ওমর ফারুক, প্রধান শিক্ষক আমিনুল ইসলাম মজিবর রহমান সুপার মোস্তাফিজার, মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন ও অভিভাবক আজিজার রহমান প্রমুখ।
প্রসঙ্গত: ওই ছাত্রী গত শুক্রবার সন্ধ্যায় নলডাঙ্গা বাজার থেকে কাপড় কিনে বাড়ি ফেরার পথে তিন যুবক আখ ক্ষেতে নিয়ে গিয়ে তাকে জোরপুর্বক ধর্ষণ করে। ধর্ষণের অভিযোগে সোহাগ মিয়া (২১), বাবু মিয়া (২২) ও শরিফুল ইসলাম (২১)। অপর দুই ধর্ষক রুবেল ও খুশি পলাতক রয়েছে। সাদুল্যাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ