বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রয়োজন সচেতনতা ও আইনের সঠিক প্রয়োগ

চট্টগ্রাম অফিস : ‘‘নিরাপদ খাদ্য: আমাদের করণীয়’’ শীর্ষক এক সেমিনার গত ১২ মে কারিতাস চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সেমিনারের মূল প্রতিপাদ্য বিষয় ছিল নিরাপদ খাদ্যের মাধ্যমে স্বনির্ভরতা অর্জন এবং বিষ নয়, চাই নিরাপদ খাদ্য। নানা অব্যবস্থাপনার কারণে বাংলাদেশে জীবনধারণের জন্য প্রতিনিয়ত ক্ষতিকর কীটনাশকযুক্ত খাদ্য গ্রহণের বিষয়টি নিয়ে সেমিনারে আলোচনা করা হয়। পাশাপাশি সকলের সচেতনতা ও আইনের সঠিক প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে খালেদ মামুন চৌধুরী অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) চট্টগ্রাম উপস্থিত ছিলেন। কারিতাস চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক জেমস গোমেজের সভাপতিত্বে সেমিনারে নিরাপদ খাদ্য এবং জৈব পদ্ধতিতে চাষাবাদ সংক্রান্ত বিশেষ ডকুমেন্ট উপস্থাপন করেন ড. আনোয়ারা বেগম শেলী পরিচালক (সিএফপি)। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর কৃষি কর্মকর্তা কৃষিবিদ শৈবাল কান্তি নন্দী, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা খায়রুল বশর, বীজ প্রত্যযন এজেন্সির আঞ্চলিক কর্মকর্তা এ.কে.এম. শাহরিয়ার, বিশিষ্ট সাংবাদিক মুস্তফা নঈম প্রমুখ। এছাড়া সবজি ও ফল বিক্রেতাসহ চন্দনাইশ ও রাঙ্গুনিয়ার কয়েকজন কৃষক উপস্থিত ছিলেন। সেমিনারে প্রধান অতিথি খালেদ মামুন চৌধুরী, বলেন, খাদ্যদ্রব্যে বিষক্রিয়া এখন বাংলাদেশে অনেকটা স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। সরকার চেষ্টা করছে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে। কিন্তু বিষয়টি শুধু সরকার বা প্রশাসনের নয়, বিষয়টি দেশের, সমাজের ও জাতির স্বাস্থ্যের। সুধী সমাজ ও বিভিন্ন প্রতিষ্ঠানকে এ বিষয়ে এগিয়ে আসতে হবে। প্রধান অতিথি কারিতাসকে এ ধরনের সময়োপযোগী অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, সেমিনারে উপস্থিত ও আলোচিত বিষয়ের ওপর প্রস্তাবনাসমূহ জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট বিভিন্ন উপজেলা, ইউনিয়ন বা গ্রাম পর্যায়ে প্রচারণার জন্য পাঠানো যেতে পারে। এছাড়া তিনি বিষয়টি মন্ত্রণালয়েও পেশ করা হবে বলে জানান। কারিতাসের আঞ্চলিক পরিচালক জেমস গোমেজ বলেন, বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস ১৯৭০ খ্রীস্টাব্দ হতে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন খাতে উন্নয়নের লক্ষ্যে কাজ

অনলাইন আপডেট

আর্কাইভ