শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

জাতিকে দ্বিধা বিভক্ত করার চেষ্টা করছে সরকার মাওলানা মমতাজ উদ্দিন

কুড়িগ্রাম সংবাদদাতা : কুড়িগ্রাম সদর ও শহর শাখার উদ্যোগে এক কর্মী সমাবেশ স্থানীয় জেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার সমাবেশ শহর আমির মোঃ আঃ ছবুর খানের সভাপতিতেব প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার, জেলা সেক্রেটারি দেওয়ান আমিনুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর আ ন ম সোলায়মান, সদর উপজেলা আমীর মাওলানা নিজাম উদ্দিন, সেক্রেটারি হাবিবুর রহমান, জেলা বারের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ইয়াছিন আলী সরকার, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুল জলিল সরকার, মাওলানা আব্দুল খালেক প্রমুখ। সমাবেশে প্রধান অতিথি বলেন, বর্তমানে সরকারের প্রধানমন্ত্রী যে আদর্শে বিশ্বাসী সে আদর্শের প্রতিষ্ঠাতা মরহুম শেখ মুজিবুর রহমান স্বাধীনতার যুদ্ধপরবর্তী সময় ১৯৫ জন যুদ্ধাপরাধীকে ত্রীদেশীয় বৈঠকের মাধ্যমে সাধারণ ক্ষমা ঘোষণা করে গেছেন। সেখানে বর্তমানে জামায়াতের ১ জন নেতাও ছিল না। এরপরও মীমাংসিত বিষয়টিকে টেনে হেঁছড়ে কখনো যুদ্ধাপরাধী আবার কখনো মানবতা বিরোধী বলে বিচারের নামে জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে। বর্তমানে সরকার নির্বাচনী ওয়াদা পূরণে ব্যর্থ হলে যুদ্ধাপরাধী বা মানবতা বিরোধী বিচারের দিকে ঝুঁকে পড়ায় দেশের আইন-শৃক্মখলাসহ সর্বস্তরে ব্যর্থতা নেমে এসেছে। এতে মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকার, জেলা সেক্রেটারি দেওয়ান আমিনুল ইসলাম, অধ্যাপক নূর আলম মুকুল প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ