বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

সংক্ষিপ্ত খবর

এসএসসিতে উত্তীর্ণদের অভিনন্দন জানিয়েছেন অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী অফিস : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সভাপতি ও আল ইসলাহ ইসলামী ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক মুজিবুর রহমান ট্রাস্ট পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠান তানোর আল মাদরাসাতুল ইসলাহিয়া ও বায়তুল আমান মাদরাসায় শতভাগ পাস এবং মহিশালবাড়ী আল ইসলাহ ইসলামী একাডেমী ও দারুল উলুম মহিলা মাদরাসাসহ দেশের সকল প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও উত্তীর্ণ ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, আদর্শ নাগরিক তৈরী করতে হলে ছাত্রছাত্রীদের অবশ্যই নৈতিক শিক্ষা দিতে হবে। আর নৈতিক শিক্ষা ইসলামী আদর্শ ছাড়া পৃথিবীর কোন আদর্শে পাওয়া যাবেনা তা দার্শনিকদের গবেষাণায় প্রমাণিত। সুতরাং সরকার শিক্ষা ব্যবস্থাকে আধুনিকতার নামে ধর্মহীন করে জাতীর মেরুদন্ড গঠনের পরিবর্তে জাতিকে মেরুদন্ডহীন করার চেষ্টা করছেন। এর ফল শুভ হবে না। পাঁচলাইশ থানা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে শামসুল ইসলাম এমপি সিটি কর্পোরেশনকে সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্যে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করুন চট্টগ্রাম অফিস : বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমীর মাওলানা মুহাম্মদ শামসুল ইসলাম এমপি বলেছেন, সিটি কর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও বিগত ১৭ বছর এ প্রতিষ্ঠানকে দলীয় কার্যালয়ে পরিণত করে রেখেছিল। সিটি কর্পোরেশন এলাকায় জলাবদ্ধতার কারণে সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায়, রাস্তাঘাটের অবস্থাও খুবই নাজুক। সিটি কর্পোরেশনকে জনগণের সেবার মূল কেন্দ্রে পরিণত করার জন্য যোগ্য লোক প্রয়োজন। তিনি আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে সৎ ও যোগ্য লোককে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহবান জানান। গত রোববার সন্ধ্যায় পাঁচলাইশ থানা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর সভাপতিত্বে স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত সর্বস্তরের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম, সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নূরুল আমীন, মাওলানা খাইরুল বাশার, পাঁচলাইশ থানা সেক্রেটারি এড: শাহাবউদ্দিন, কাজী আববাস আলী, মাওলানা শফিজুল হক, জাহান উদ্দিন, সোলায়মান, শের আলী, রাশেদুল আলম মঞ্জু, শাহাদাত হোসেন, হাফেজ এহসান প্রমুখ। সেবার মাধ্যমে পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে হবে সোনাগাজী (ফেনী) সংবাদদাতা : পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেছেন, পুলিশ জনগণের বন্ধু। সেবার মাধ্যমে পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে হবে। গত সোমবার সোনাগাজী মডেল থানার নির্মাণাধীন ভবন পরিদর্শনকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা একথা বলেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মল্লিক ফখরুল ইসলাম, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেডএম কামরুল আনাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহির রায়হান, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন, এলজিইডি'র জেলা নির্বাহী প্রকৌশলী আলী হোসেন, সোনাগাজী উপজেলা ইঞ্জিনিয়ার তোফাজ্জল হোসেন ভুঞাসহ সংশ্লিষ্ট ঠিকাদারের কর্মকর্তাবৃন্দ। ২০০৮ সালে সোনাগাজী মডেল থানা ঘোষণার পর পরই প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে উক্ত মডেল থানার আধুনিক ভবনের নির্মাণ কাজ শুরু হয়। তত্ত্বাবধায়ক সরকারের কৃষি উপদেষ্টা ড. সিএস করিম এবং তৎকালীন বৃটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী আনুষ্ঠানিকভাবে উক্ত আধুনিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। নাভানা কনস্ট্রাকশন লিঃ ঢাকা উক্ত কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে কাজ শুরু করে। যা চলতি বছর সেপ্টেম্বর মাসে শেষ করার কথা। এদিকে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান উক্ত ভবনের সিডিউল মোতাবেক কাজ এবং মানসম্মত কাজ না করায় সংশ্লিষ্ট বিভাগ গত তিন মাস উক্ত ভবনের কাজ স্থগিত রাখে। পুলিশ কর্মকর্তা নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণাধীন ভবনের কাজ দ্রুতগতিতে সমাপ্ত করতে সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশ দেন। শিবির কাজের মাধ্যমে ব্যতিক্রমধর্মী ছাত্র সংগঠন হিসেবে অবস্থান সৃষ্টিতে সক্ষম হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল ডা. ফখরুদ্দীন মানিক বলেছেন, মানবতার মুক্তি আর সকল প্রকার অবক্ষয় থেকে দেশকে রক্ষা করে বিশ্বায়নের প্রতিযোগিতার যুগে তাকে এগিয়ে নেয়ার মহান লক্ষ্যকে সামনে রেখে ছাত্রশিবির কাজ করছে। যুব সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার প্রচেষ্টায় ছাত্রশিবিরের লাখো যুবক নিজেদেরকে নিয়োজিত করেছে এবং আল-কোরআন ও আল-হাদিসের আলোকে জীবন রাঙিয়ে নিজেদেরকে সুন্দরতম মানুষ হিসেবে গড়ে তুলতে চেষ্টা করছে। ছাত্রশিবির বিভিন্ন কাজের মাধ্যমে একটি ব্যতিক্রমধর্মী ছাত্র সংগঠন হিসেবে তাদের অবস্থান সৃষ্টি করতে সক্ষম হয়েছে। তিনি গত শনিবার সকালে ছাত্রশিবিরে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। অঞ্চল পরিচালক ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক মো: গোলাম মর্তুজার পরিচালনার নওগাঁর স্থানীয় আল ফারুক মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মো: জাকারিয়া রাজশাহী মাহনগরী সভাপতি মো: তৌহিদুর রহমান সুইট। উপস্থিত ছিলেন মাহানগরী সেক্রেটারি মোস্তাফিজুর রাহমান আশু, নওগাঁ জেলা সভাপতি মো: মাইনুল ইসলাম মিনু, চাপাইনবাবগঞ্জ জেলা সভাপতি মো: আজিম উদ্দীন, রাজশাহী জেলা পশ্চিম সভাপতি আজিজুর রহমান প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি চট্টগ্রামে অগ্নিনির্বাপক আইন অমান্য করায় মোবাইল কোর্টে তিন লাখ ত্রিশ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করে তিন লাখ ত্রিশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বিভিন্ন গার্মেন্টস শপিংমল ও বহুতল ভবনে ফায়ার ফাইটিং (অগ্নিনির্বাপনের কাজে ব্যবহৃত সরঞ্জাম) ইকুপমেন্ট না থাকায় এ পরিমাণ আদায় করা হয়। গত সোমবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোয়াজ্জেম হোসেন র্যা ব ৭-এর একটি দল নিয়ে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালান। এ সময় ২০০৩ সালের অগ্নিনির্বাপক আইন অমান্য করায় নগরীর বায়োজিদ থানাধীন ম্যাজিক এ্যাপারেলসের কাছ থেকে ৫০ হাজার টাকা, রহিমা গার্মেন্টেসের কাছ থেকে ৫০ হাজার টাকা, চান্দগাঁও থানাধীন এ এম সুয়েটারের ৪০ হাজার টাকা, কোতোয়ালী থানাধীন টেরীবাজার আলিফ ট্রেডিং এর কাছ থেকে ৫০ হাজার টাকা, জামালখানস্থ এশিয়া আবদঘৈর ১ লাখ টাকা ও জিইসি মোড়স্থ স্যানমার শপিং মলের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এদিকে অপর এক মোবাইল কোর্ট পরিচালনা করেন বিএসটিআইএর প্রতিনিধিদল ও ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিকিকিনি করার দায়ে এ অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরশুরামের তিনটি গ্রামে সৌরবিদ্যুতের আলো এম.এ. হাসান, পরশুরাম (ফেনী) : দেশে যেখানে চাহিদা ও প্রয়োজনের তুলনায় বিদ্যুৎ উৎপাদন কম সেখানে বিদ্যুতের জন্য অনেক চেষ্টা-তদবির ও কাঠখড় পুড়িয়ে বিদ্যুৎ না পেয়ে বসে নেই পরশুরামের দুই শতাধিক পরিবার। স্থানীয় এনজিও সংস্থা ব্র্যাকের সহযোগিতায় সহজ শর্তে ২৫/৩০ হাজার টাকায় স্থাপন করেছে সৌরবিদ্যুৎ। পরশুরামের প্রত্যন্ত অঞ্চলের ৩টি গ্রামের দুই শতাধিক পরিবার সৌর বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে। উপজেলার প্রায় ১ হাজার পরিবার ‘সভ্যতার আলো' খ্যাত বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। বিদ্যুৎ বঞ্চিত এসব পরিবার প্রায় দুই দশকের বেশি সময় ধরে পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের কাছে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করলেও সংযোগ না পাওয়ায় ২ শতাধিক পরিবার সৌরবিদ্যুৎ স্থাপন করেছে। বর্তমান সময়ে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সৌর বিদ্যুতের প্রতি অনেকে আকৃষ্ট হচ্ছে। সিলেটে মহিলা জামায়াতের দিনব্যাপী কর্মশালা নারী সমাজের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে মহিলা জামায়াত সিলেট ব্যুরো : বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা (উত্তর) মহিলা জামায়াতের উদ্যোগে দিনব্যাপী এক কর্মশালা সম্প্রতি নয়া সড়কস্থ দার্ আল খায়েরে সকাল ১০টায় জেলা মহিলা বিভাগের সেক্রেটারি ফেরদৌস আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অর্ধেকই নারী। তাই নারীদেরকে বাদ দিয়ে ইসলামী আন্দোলন সফল হতে পারে না। এজন্য নারী সমাজের কাছে সঠিকভাবে ইসলামের পরিচয় আকর্ষণীয়ভাবে তুলে ধরতে হবে। সত্যিকার অর্থে একমাত্র ইসলাম ধর্মেই রয়েছে নারীদের অধিকার, মর্যাদা এবং প্রাপ্য সম্মান। বক্তারা কোরআন সুন্নাহ গভীরভাবে অধ্যয়ন করার আহবান জানিয়ে বলেন, সমাজব্যবস্থার বিপর্যয়, অশান্তি ও নিরাপত্তাহীনতা দূর করতে হলে ইসলামকে বোঝা এবং সে অনুযায়ী নিজের জীবন গঠন করতে হবে। ইসলামী সমাজ প্রতিষ্ঠার জন্য নারী সমাজের কাছে ব্যাপকভাবে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। কর্মশালায় বক্তব্য রাখেন, জেলা সহকারি সেক্রেটারি মাহবুবা বেগম জেসমীন, মিসেস রুজিনা বেগম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জিনাত বেগম, ফাতেমা বেগম, আয়েশা সিদ্দিকা, লুৎফুন্নাহার প্রমুখ। হিটস্ট্রোকে আইনজীবীর মৃত্যু নরসিংদী সংবাদদাতা : নরসিংদীতে গত সোমবার দুপুরে হিটস্ট্রোকে একজন আইনজীবী মারা গেছেন। নরসিংদীর আদালতের আইনজীবী আমিনুল ইসলাম আমিন (৫০) দুপুর একটায় নিজ বাড়ী শিবপুর উপজেলার ভরতেরকান্দী গ্রামে প্রচন্ড গরমে অস্থির হয়ে পড়েন। স্থানীয় হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী জানায়, প্রায় এক সপ্তাহ ধরে ঐ এলাকায় বিদ্যুৎ নেই। ফলে জৈষ্ঠ্যের দাবদাহে সাধারণ মানুষ অতিষ্ঠ।

অনলাইন আপডেট

আর্কাইভ