শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

অরুণাচলের অস্তিত্ব আমরা স্বীকার করি না- চীন

বিতর্কিত অরুণাচল

৪ জানুয়ারি, গ্লোবাল টাইমস : চীন জানিয়েছে, ভারতের অরুণাচল বলে কোনো প্রদেশের অস্তিত্ব রয়েছে বলে তারা কখনও স্বীকার করেনি। চীন অরুণাচলকে নিজের ভূমি হিসেবে দাবি করে আসছে এবং ভূখ-টিকে দক্ষিণ তিব্বত অভিহিত করে থাকে। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, চীনা সেনা সীমান্ত অতিক্রম করে অরুণাচলের ২০০ মিটার ভেতরে ঢুকে পড়ে। তারা আপার সিয়াং নামক একটি গ্রাম পর্যন্ত পৌঁছে যায়। এ বিষয়ে বুধবার এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গ্যাং শোয়াংগ বলেন, ‘সীমান্ত নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট ও দৃঢ়। তথাকথিত অরুণাচল প্রদেশের অস্তিত্ব আমরা কখনও স্বীকার করিনি।’ এ ছাড়া সীমান্ত অতিক্রম করে চীনা সেনাদের ভারতীয় ভূখ-ে প্রবেশের খবর তার জানা নেই বলে গ্যাং দাবি করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ