মানারাত ট্রাস্ট ঢাকা-এর উদ্যোগে চাঁদপুরে শীত বস্ত্র বিতরণ
প্রকাশিত: শনিবার ০৬ জানুয়ারি ২০১৮ | প্রিন্ট সংস্করণ

গত বৃহস্পতিবার চাঁদপুর স্ট্যান্ড রোডে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন সাবেক এমপি প্রফেসর মোহাম্মদ আব্দুল্লাহ। পাশে উপস্থিত সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট শাহজাহান মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট মুনিরা চৌধুরী
চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুরের দুঃস্থ অসহায় শীতাত্বদের মাঝে ঢাকা মানারাত ট্রাস্টের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়। গতকাল সকাল ১০টায় চাঁদপুর আল-আমিন একাডেমিতে কম্বল বিতরণ করেন চাঁদপুর-হাইমচর আসনের সাবেক এমপি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষাবিদ প্রফেসর মোহাম্মদ আব্দুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট মোঃ শাহজাহান মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট মুনিরা চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।