বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

ঝালকাঠিতে রক্তকণিকা টিমের ৮ সদস্যকে সম্মাননা প্রদান

ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠিতে রক্তকণিকা টিমের ৮ সদস্যকে সম্মাননা দেয়া হয়েছে। সোমবার দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমী হলরুমে এ সম্মাননা দেয়া হয়।
জেলা প্রশাসক মোঃ হামিদুল হক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সাংগঠনিক কর্মকান্ডে অসামান্য অবদান রাখায় ৮ সদস্যের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। সম্মাননা পদক প্রাপ্তরা হলেন রক্তকণিকা ঢাকা টিমের সাধারন সম্পাদক আঃ রাজ্জাক মামুন, সহসম্পাদক আনোয়ার জাহিদ অমি, সদস্য আসমা আক্তার, জেলা আহ্বায়ক আশিক লিটন, উপদেষ্টা সৈয়দ আলী হাসান, প্রচার সম্পাদক উপমা দাস, কার্যকরী সদস্য ছনিয়া আক্তার, মোঃ মোস্তাফিজুর রহমান।
এসময় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ নাসরিন আক্তার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমীন। রক্ত কণিকা ঝালকাঠি টিম এর আয়োজন করে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক আশিক লিটন, ঢাকা জেলা টিম সাধারন সম্পাদক আঃ রাজ্জাক মামুন।
রক্তকণিকা সংগঠক মোঃ জহির’র সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝালকাঠি টিম উপদেষ্টা সৈয়দ আলী হাসান। এসময় ঝালকাঠি থেকে প্রকাশিত দৈনিক অজানা বার্তা’র সম্পাদক এসএম আব্দুর রহমান কাজল, প্রেসক্লাব সাধারন সম্পাদক অ্যাডভোকেট আক্কাস সিকদার, বাসন্ডা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মকবুল হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুধী বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, “রক্তে মোরা বাধন গড়ি, মানবতার টানে রক্তের সন্ধানে, রক্তের বন্ধন রক্ত কণিকা” এই শ্নোগানকে সামনে রেখে আমাদের প্রধান কাজ হলো মুমুর্ষ রোগীর জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্ত দান করা। এছাড়াও মাদককে না বলা, ক্যান্সার রোগীদের প্লাটিলেভ দেয়া, বাল্যবিবাহ রোধ, দুঃসময়ে মানুষের পাশে দাড়ানো রক্তকণিকা টিমের অন্যতম কাজ বলে জানান উপদেষ্টা সৈয়দ আলী হাসান।

অনলাইন আপডেট

আর্কাইভ