শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের এক বৈঠক গতকাল সোমবার রাতে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জোটের শীর্ষ নেতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। রাত সোয়া ৯টায় শুরু হওয়া এ বৈঠক চলে এক ঘন্টারও বেশী সময় ধরে। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, খেলাফত মজলিশের মহাসচিব আহমদ আবদুল কাদের, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, জাগপা সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান, জাতীয় পার্টি (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব.) সৈয়দ মোঃ ইব্রাহিম, বাংলাদেশ ন্যাপ-এর জেবেল রহমান গানিসহ জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। জানা গেছে, বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতির পাশাপাশি আসন্ন ঢাকা সিটি করপোরেশন ও অন্যান্য সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে জোটগতভাবে সিটি নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে জোটের শীর্ষ নেতা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলার সার্বিক অবস্থা নিয়ে কথা হয়। এছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের দমনপীড়ন অব্যাহত রাখা, দেশব্যাপী গণগ্রেফতার এবং নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবিতে আন্দোলনের রূপরেখা নিয়েও আলোচনা হয়েছে। আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জোটের সিদ্ধান্ত জানানো হতে পারে বলে জানা গেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ