শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

বিকেএসপিতে ডাবল সেঞ্চুরি হাঁকালেন মুমিনুল

স্পোর্টস রিপোর্টার : প্রথম শ্রেণির ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেছেন জাতীয় দল থেকে বাদ পড়া  মুমিনুল হক। গতকাল বিকেএসপিতে বিসিএলের প্রথম ম্যাচেই ডাবল সেঞ্চুরিসহ ২৫৮ রান করেন তিনি। এটা অবশ্য মুমিনুলের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। এর আগে ২০১৫-১৬ মৌসুমে ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগে বগুড়ায় চট্টগ্রাম বিভাগের হয়ে বরিশালের বিপক্ষে ২৩৯ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি। সেটা ছিল তার প্রথম দ্বিশতক।  প্রথম শ্রেণীর ক্রিকেটে এর আগে ২টি করে ডাবল সেঞ্চুরি করেছেন ৭ জন। তারা হলেন মার্শাল আইয়ুব, নাজিমউদ্দিন, রকিবুল হাসান, তাইবুর রহমান, রনি তালুকদার, শাহরিয়ার নাফিস, এনামুল হক বিজয়। আজ এই তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করলেন মুমিনুল হকও। অবশ্য বাংলাদেশে প্রথম শ্রেণির ক্রিকেট ইতিহাসে এটি ৪৫তম ডাবল সেঞ্চুরি। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ষষ্ঠ আসরের প্রথম রাউন্ড মাঠে গড়িয়েছে গত মঙ্গলবার। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে এই রাউন্ডে প্রাইম ব্যাংক সাউথ জোনের মুখোমুখি হয় ইসলামী ব্যাংক ইস্ট জোন। ইসলামী ব্যাংক ইস্ট জোনের হয়ে প্রথমদিনই সেঞ্চুরি তুলে নেন মুমিনুল হক। দিনশেষে ১৬৯ রানে অপরাজিত ছিলেন তিনি। গতকাল সকালে প্রথম সেশনেই ডাবল সেঞ্চুরি তুলে  নেন কক্সবাজারের এই ক্রিকেটার। ২৫৫ বল খেলে ১৯টি চার ও ২ ছক্কায় ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

সিলেটে এগিয়ে নর্থ জোন

দিনের অপর ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জহিরুল ইসলামের সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে আজ ২৪৫ রানের লিড পেয়েছে বিসিবি নর্থ জোন। মঙ্গলবার টস হেরে ওয়ালটন সেন্ট্রাল জোন প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ১৮৮ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করতে নেমে গতকাল দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ৪৩৩ রান তুলেছে বর্তমান চ্যাম্পিয়ন বিসিবি নর্থ জোন। ওয়ালটন সেন্ট্রাল জোনের ১৮৮ রানের জবাবে গতকাল বিনা উইকেটে ৯৩ রান তুলে প্রথম দিন শেষ করেছিল বর্তমান চ্যাম্পিয়ন বিসিবি নর্থ জোন। গতকাল সেখান থেকে ব্যাটিংয়ে নামেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান নাজমুল  হোসেন শান্ত (৪২) ও মিজানুর রহমান (৪৯)। অবশ্য তাসকিন আহমেদের বোলিং  ভেলকিতে দ্বিতীয় দিনের প্রথম সেশন নিজেদের করে নিয়েছে ওয়ালটন সেন্ট্রাল জোন। বিনা উইকেটে ৯৩ রান নিয়ে দিন শেষ করা বিসিবি নর্থ জোন প্রথম সেশনে হারিয়েছে ৪টি উইকেট। দলীয় সংগ্রহে যোগ হয় ৬১ রান। প্রথম সেশনে যে চারটি উইকেটের পতন ঘটেছে তার ৩টিই নিয়েছেন ওয়ালটন সেন্ট্রাল জোনের পেসার তাসকিন আহমেদ। অপরটি নিয়েছেন অধিনায়ক মোশাররফ হোসেন রুবেল। ১০২ রান থেকে ১২৬ রানে যেতেই ৪ উইকেট হারায় বিসিবি নর্থ জোন। দিনের শুরুতেই সাজঘরে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। দলীয় ১০২ রানের মাথায় ব্যক্তিগত ৪৪ রানে তাসকিন আহমেদের বলে বোল্ড হয়ে যান শান্ত। দলীয় ১২৬ রানের মাথায় তাসকিনের বলে জুনায়েদ সিদ্দিকী (১৩), দলীয় একই রানে মোশাররফ হোসেন রুবেলের বলে মিজানুর রহমান (৬৪) ফিরে যান। ১২৬ রানেই ডাক মেরে ফিরে যান নাঈম ইসলাম। বোলার ছিলেন তাসকিন আহমেদ। দিনের প্রথমে সেশনের ধাক্কা সামলে দ্বিতীয় সেশনে ঘুরে দাঁড়ায় বিসিবি নর্থ জোন। প্রথম সেশনে ৪ উইকেট হারালেও দ্বিতীয় সেশনে উইকেট হারিয়েছে মাত্র একটি। দলীয় ১৯৭ রানের মাথায় শুভাগত হোম চৌধুরীর বলে আউট হয়েছেন আরিফুল হক (৩৭)। আরিফুল আউট হওয়ার পর ষষ্ঠ উইকেটে জহুরুল ইসলাম ও ধীমান ঘোষ দারুণ জুটি গড়েন। দ্বিতীয়  সেশনে তারা দুজন অবিচ্ছিন্ন থেকে ইতিমধ্যে ১০১ রান তুলেছেন।  জহুরুল ৮০ ও ধীমান  ঘোষ ৫০ রান নিয়ে চা বিরতিতে যান। তৃতীয় সেশনেও ব্যাটিংয়ে দৃঢ়তা দেখিয়েছে ও নর্থ  জোন। এ সেশনে তারা উইকেট হারিয়েছে দুটি। দিনের শেষ সময়ে সেঞ্চুরির কাছে গিয়েও আজ ব্যর্থ হয়েছে ধীমান ঘোষ ব্যক্তিগত ৯৩ রানের মাথায় মোশারফ হোসেনের বলে বোল্ড হয়েছেন তিনি। ফলে ষষ্ঠ উইকেট জুটিতে জহিরুল হকের সঙ্গে তার ১৭৬ রানের জুটি ভাঙ্গে। অপর প্রান্তে দারুণ নৈপুন্যে ১৫২ রানে অপরাজিত থেকে দিন শেষ করে নর্থ  জোনকে অনেক দূর নিয়ে গেছেন জহুরুল ইসলাম। তার দায়িত্বশীল ইনিংসে ভর করে ৭ উইকেটে ৪৩৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে নর্থ জোন।

অনলাইন আপডেট

আর্কাইভ