শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

প্রধান শিক্ষককে মারপিটের অভিযোগে নৈপ্রহরী আটক

কেশবপুর (যশোর) সংবাদদাতা: কেশবপুরে বুড়িহাটি বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারপিটের অভিযোগে পুলিশ ওই মাদ্রাসার নৈশপ্রহরী মকছেদ আলীকে আটক করেছে। একযোগে ওই বিদ্যালয়ের ১১ জন শিক্ষককে শোকজ করা, নৈশপ্রহরীদের ডিউটি সমহারে বন্টন না করার জের ধরে সহকারি প্রধান শিক্ষকের সাথে এ বিরোধ এখন প্রকাশ্যে রুপ নিয়েছে। এরই জের ধরে রোববার সকালে বিরোধী শিক্ষকরা প্রধান শিক্ষকের অপসারণ দাবি করে সমস্ত বিদ্যালয়ের সমস্ত দেয়াল ও গাছে পোষ্টার লাগিয়ে দেয়। এ সময় প্রধান শিক্ষককে বিদ্যালয়ে প্রবেশে বাধা সৃষ্টি করে আসছিল বিরোধী শিক্ষকরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।  
জানা গেছে, ২০১২ সালের ১ আগস্ট উপজেলার বুড়িহাটি বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে বুড়িহাটি গ্রামের মো. শাহাজান আলী যোগদান করেন। এরপর থেকে তিনি ওই বিদ্যালয় পরিচালনা করতে গিয়ে শিক্ষক ও অভিভাবকদের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। সহকারি প্রধান শিক্ষক আব্দুল আহাদ বলেন, তাদের বিদ্যালয়টি একটি বহুমুখি প্রতিষ্ঠান। ওই প্রধান শিক্ষক বিভিন্ন অজুুহাত দেখিয়ে একের পর এক শিক্ষক কর্মচারীদের শোকজসহ হয়রানি করে আসছেন। ইতোপূর্বে তিনি বিদ্যালয়ের শিক্ষক দ্বিজেন চন্দ্র পাল, জাহাঙ্গীর হোসেন ও হোসনেয়ারা লিলিকে শোকজ করেন। সম্প্রতি তিনি নানাবিধ অভিযোগে ওই বিদ্যালয়ের একযোগে শিক্ষক জালালউদ্দীন, মাহাবুবুর রহমান, নাসরিন সুলতানা, আসমা পারভিন, শহিদুল ইসলামসহ ১১ জন শিক্ষককে কারণ দর্শানো নোটিস দেন। এছাড়া ওই প্রধান শিক্ষক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন না দিয়ে তিন তিন বার এডহক কমিটি গঠন করেছেন। এরই প্রতিবাদে শনিবার প্রধান শিক্ষক শাহাজান আলীর অপসারণ দাবি করে স্কুল ছেড়ে তারা সভাপতিসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানূর রহমানের কাছে অভিযোগ দেন।

অনলাইন আপডেট

আর্কাইভ