শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ফিলিস্তিনের পশ্চিম তীরে আরও ইহুদি বসতি নির্মানের সিদ্ধান্তে জার্মানির উদ্বেগ

১৪ জানুয়ারি, আল আরাবিয়া : ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলকৃত ভূমিতে ইসরায়েলের নতুন করে আরও এক হাজার ইহুদি বসতি নির্মাণের সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছে জার্মানি। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয়েছে। জার্মানি উদ্বেগ প্রকাশ করে বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনের পশ্চিম তীরে দখলকৃত এলাকায় ইসরায়েল নতুন করে বসতি নির্মাণের যে সিদ্ধান্ত নিয়েছে তার ফলে এ এলাকার সমস্যা সমাধানের ভবিষ্যৎ পথ বন্ধ হয়ে যাবে। বেসরকারি সংগঠন পিস-এর তথ্যমতে, দখলকৃত অঞ্চলে ২০১৩ সাল থেকে এ পর্যন্ত ৬ হাজার ৭৪২টি বসতি নির্মাণের অনুমতি দেয়া হয়েছে। ১৯৬৭ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৫ লাখ ইহুদি ফিলিস্তিনের পশ্চিম তীরে বসতি স্থাপন করেছে।

ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলমান সমস্যা সমাধানের জন্য দুই জাতি দুই দেশ-ভিত্তিক সমাধানই সবচেয়ে গ্রহণযোগ্য সমাধান বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এ জন্য দুই পক্ষকে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের দিকে নজর দেয়া উচিত।

অনলাইন আপডেট

আর্কাইভ