শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

কলম্বিয়ায় নির্মাণাধীন সেতু ধসে নিহত ৯

১৬ জানুয়ারি, রয়টার্স : কলম্বিয়ায় নির্মাণাধীন একটি সেতু ধসে অন্তত নয় নির্মাণ কর্মী নিহত হয়েছেন। গত সোমবারের এ ঘটনায় আরো পাঁচজন আহত হয়েছেন বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। রাজধানী বোগোটা ও ভিয়াবিসেনসিও শহরকে সংযোগকারী মহাসড়কের অংশ হিসেবে কুন্দিনামার্কা ও মেদা প্রদেশ সীমান্তের চিরাহারা এলাকায় তৈরি করা সেতুটির নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। ধসে পড়ার পর সেতুটির খ-াংশ নিচের গভীর গিরিখাতে গিয়ে পড়ে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে বলে মেদা প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান রেইনালদো রোমেরো রয়টার্সকে জানিয়েছেন।

“এখন পর্যন্ত নয়জন মারা গেছেন এবং পাঁচজন আহত হয়েছেন। 

আর কেউ হতাহত হয়েছেন কিনা তা খোঁজ করে দেখছি আমরা,” বলেছেন তিনি। সোমবার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কলম্বিয়ার পরিবহনমন্ত্রী ইয়েরম্যান কারদোনা। জাতীয় অবকাঠামো সংস্থার প্রধান দিমিত্রি জ্যানিনোভিচকে সঙ্গে নিয়ে তিনি সেখানে যান। 

অনলাইন আপডেট

আর্কাইভ