শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

জয়ে ফিরতে প্রত্যয়ী শ্রীলঙ্কা -সামারাভিরা

স্পোর্টস রিপোর্টার : ত্রিদেশীয় সিরিজের শুরুটা মোটেও ভালো হয়নি ৯৬’র বিশ্ব চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার। জয়ের কাছে গিয়েও নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ১২ রানে হেরে গেছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। শুরুটা খারাপ হলেও আজ শুক্রবার  বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ দিয়েই চাইছে জয়ে ফিরতে। আর সেই লক্ষ্যে বেশ প্রত্যয়ী মনে হলো দলটির ব্যাটিং পরামর্শক থিলান সামারাভিরাকে। তিনি বলেন  ‘ভালো ব্যাপার হলো, টুর্নামেন্টে আমাদের আরও বেশ কয়েকটি ম্যাচ আছে। প্রথম ম্যাচে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। তবে যদি আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি তাহলে আজকের ম্যাচে ভালো কিছু হবে। ট্রাইনেশনের মতো টুর্নামেন্টে এটা হতেই পারে। আমরা এক দু’টি ম্যাচ হারতে পারি। কিন্তু গুরুত্বপূর্ণ হলো এখান থেকে ইতিবাচক কিছু নিয়ে তা সামনের ম্যাচগুলোতে কাজে লাগানো। গতকাল বৃহস্পতিবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সম্মেলন কক্ষে তিনি একথা বলেন। এক প্রশ্নের জবাবে এসময় সামারাভিরা বলেন টাইগারদের প্রতিটি সদস্যকে নিয়েই তাদের ভিন্ন ভিন্ন পরিকল্পনা আছে। তবে বাংলাদেশ দারুণ কিছু স্পিনার পেয়েছে।’ এদিকে বাংলাদেশের বিপক্ষে টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ এই ম্যাচটির আগে লঙ্কানদের ভাবনায় ফেলে দিয়েছে দলপতি অ্যাঞ্জেলো ম্যাথুসের ইনজুরি।  জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন এই লঙ্কান অলরাউন্ডার। তাকে ২৪ ঘণ্টার পর্যবেক্ষনে রাখা হয়েছে। একটি গুরুত্বপূর্ণ  টুর্নামেন্টে অধিনায়কের ইনজুরি সত্যিই শ্রীলঙ্কার জন্য দুঃসংবাদ।

অনলাইন আপডেট

আর্কাইভ