শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ ৩০ কিলোমিটার যানজট

কালিয়াকৈর সংবাদদাতা : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় থেকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই, চন্দ্রা থেকে জয়দেবপুরের কোনাবাড়ী এবং চন্দ্র থেকে জিরানী পর্যন্ত দীর্ঘ ৩০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশের দাবি ৪ লেনের কাজ চলার কারণেই যানজটের সৃষ্টি হচ্ছে।
শুক্রবার ভোর থেকে দুপুর ২টার পর্যন্ত মহাসড়কে ধীরগতিতে যানবাহন চলাচল করতে দেখা গেছে। যাত্রীদের অভিযোগ যানজট নিরসনে মহাসড়কে কোন পুলিশ না থাকায় মহাসড়কে এলোমেলোভাবে যানবাহন চলাচল করায় এ যানজটের সৃষ্টি হচ্ছে। ৫ মিনিটের রাস্তা যেতে হচ্ছে এক থেকে দুই ঘণ্টায়।
তবে সালনা হাইওয়ে থানার ওসি বাসুদেব সিনহা জানিয়েছেন, মহাসড়কে ৪ লেনের কাজ চলমান থাকায় মহাসড়কে যানবাহন ধীরগতিতে চলছে। এছাড়া সকাল চন্দ্রা ওয়ালটনের সামনে একটি গাড়ি বিকল হওয়ায় কিছুটা যানজটের সৃষ্টি হয়েছি। গাড়িটি সড়িয়ে নিলে যানবাহন স্বাভাবিক ভাবেই চলছে।

অনলাইন আপডেট

আর্কাইভ