বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

ইকরার কেরাত সম্মেলন ২৮ জানুয়ারি

চট্টগ্রাম অফিস : আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থার (ইকরা) উদ্যোগে চট্টগ্রাম মহানগরীর দামপাড়া জমিয়তুল ফালাহ মসজিদে আগামী ২৮ জানুয়ারি ১৮তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনে প্রথমবারের মতো মুসলিমদের প্রথম কেবলা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দিস তথা আল আকসা মসজিদের গ্রান্ড খতিব শাইখ ড. ইক্করমা সাইদ আবদুল্লাহ সাবরীসহ বিশ্বের শ্রেষ্ঠ কারি মিশরের আহমাদ নাইনা, মোহাম্মদিয়া তরিকার পীর শায়েখ মুরিজ্বি, ইরানের সাইয়্যেদ জাওয়াদ হুসাইনী, সিরিয়ার শাইখ মুতাসিম বিল্লাহ আল আসালি, আলজেরিয়ার শাইখ রিয়াদ আল জাযায়েরি, ভারতের তইয়্যিব জামাল, বাংলাদেশের শাইখ আহমদ বিন আল আজহারিসহ দেশ-বিদেশের কারিরা অংশ নেবেন। এ সম্মেলন ব্যবস্থাপনায় রয়েছে শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ। সার্বিক সহযোগিতায় রয়েছে পিএইচপি ফ্যামিলি। সহযোগিতা করছে আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট, গাউসিয়া কমিটি বাংলাদেশ ও জমিয়তুল ফালাহ মুসল্লি কমিটি। এ লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সম্মেলনের আয়োজকরা। গতকাল সোমবার ১৮তম আন্তর্জাতিক কেরাত সম্মেলন উপলক্ষে চট্টগ্রামের একটি হোটেলে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শাহদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদ ও পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি সুফি মোহাম্মদ মিজানুর রহমান। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিএইচপি ফ্যামিলির পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম রিংকু। পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, বাইতুল মুকাদ্দিস তথা আল আকসা মসজিদের গ্রান্ড খতিব শাইখ ড ইক্করমা সাইদ আবদুল্লাহ সাবরী ক্বারী সম্মেলনে যোগদান ছাড়াও জমিয়তুল ফালাহ মসজিদে ২৮ জানুয়ারি এশার নামাজে ইমামতি করবেন। গ্রান্ড মুফতি ২৫ জানুয়ারি ঢাকায় আসবেন। ২৬ জানুয়ারি বায়তুল মোকাররমে একটি কর্মসূচিতে অংশ নেবেন। ২৮ জানুয়ারি চট্টগ্রাম আসবেন। সুফি মিজান বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের সঙ্গে ইসলামের সম্পর্ক নেই। ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ আল্লাহর বাণীতে নিহিত। এবারের কেরাত সম্মেলনে লক্ষাধিক মুসল্লির সমাগম হবে। তিনি জানান, কেরাত সম্মেলনে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসনের পাশাপাশি আনজুমান সিকিউরিটি ফোর্স, জামেয়ার ছাত্ররা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবেন। মসজিদের প্লাজা ও আশপাশে মুসল্লিদের জন্য এবং নিচতলায় নারীদের জন্য প্রজেক্টরের মাধ্যমে কোরআন তেলাওয়াত শোনার বিশেষ ব্যবস্থা থাকবে। সাংবাদিক সম্মেলনে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড মুহাম্মদ জাফরউল্লাহ,আনজুমান ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মহসিন।উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ কমিশনার, শাহাদাতে কারবালা মাহফিল পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট খোরশেদুর রহমান, অধ্যাপক মমতাজ উদ্দিন চৌধুরী, আবদুল হাই মাসুম, অধ্যাপক কামাল উদ্দিন আহম্মদ, মাওলানা নূর মোহাম্মদ আলকাদেরি, জাফর আহম্মদ সওদাগর, মাহবুব খান, দিলশাদ আহম্মদ, মানসুর সিকদার, আবু তালেব বেলাল প্রমুখ। ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত চট্টগ্রামের হাটহাজারীর দেওয়াননগরে গতকাল সোমবার দুপুর ১২টার দিকে নির্মাণাধীন একটি শপিংমলের তৃতীয়তলা থেকে পা পিছলে পড়ে মো তৈয়মুর (৫০) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।নিহত তৈয়মুর চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট থানার পীরগাছি এলাকার জহর আলীর ছেলে। কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ চট্টগ্রামে এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।নিহত কিশোরীর নাম ফাতেমা আক্তার মীম (১২)। গত রোববার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানার কাছে বিশ্ব কলোনীর এ-ব্লকের “আয়শা মমতাজ ভিলা” নামে একটি ছয়তলা ভবনের দ্বিতীয়তলার সিঁড়ি থেকে পুলিশ মীম এর লাশ উদ্ধার করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। মীমের বাবার নাম মো মো জামাল। তার বাড়ি বরিশাল জেলার ভোলায়। মীম পরিবারের সাথে ঘটনাস্থল থেকে আধা কিলোমিটার দুরে কনকর্ড সী-ওয়ার্ল্ড এলাকায় জনৈক কাশেমের কলোনিতে থাকতো। এদিকে পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ভবনের কেয়ার টেকার মনিরকে আটক করেছে। পুলিশের ধারনা কিশোরী মীমকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। সোমবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মীমের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, এখনো এঘটনার কোন ক্লু আমরা পাইনি। তবে প্রাথমিক তদন্তে এবং ফরেনসিক চিকিৎসকদের ধারণা মেয়েটিকে কেউ ফুসলিয়ে ওই ভবনে নিয়ে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ