শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সাবেক প্রেমিককে ছুরিকাঘাত ॥ জামিন মেলেনি ইডেনছাত্রীর

স্টাফ রিপোর্টার : সাবেক প্রেমিককে ছুরি মেরে আহত করার ঘটনায় আটক ইডেন মহিলা কলেজের ছাত্রী লাভলী ইয়াসমিন মিতার জামিন হয়নি। গতকাল সোমবার ঢাকা মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকী তার জামিন আবেদন নাকচ করে দিয়েছেন। লাভলীর পক্ষে শুনানি করেন আইনজীবী নজরুল ইসলাম সরদার। গত বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে উদয়ন স্কুলের সামনে আল-আমিন নামে এক যুবককে ছুরি মারেন লাভলী। তাকে আটক করে থানায় আনার পর শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) জাফর আলী বিশ্বাস জানিয়েছিলেন, আল-আমিনের সঙ্গে লাভলীর প্রেমের সম্পর্ক হলে দুই বছর আগে পারিবারিকভাবে তাদের আলাদা থাকতে বলা হয়েছিল। ঘটনার দিন লাভলী চাচার বাসায় যাওয়ার সময় ফুলার রোডে আল-আমিন তাকে উত্ত্যক্ত করেন। এ সময় তার ফোন নিয়ে যাওয়ার চেষ্টা করলে আল-আমিনকে পেছন থেকে দুইবার ছুরিকাঘাত করেন লাভলী। এ ঘটনায় আল-আমিনের ছোট ভাই মো. আওলাদ হোসেন শাহবাগ থানায় লাভলীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন। পরদিন পুলিশ লাভলীকে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই অমল কৃষ্ণ দে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত লাভলীকে কারাগারে আটক রাখার আবেদন করেন ওইদিন। অন্যদিকে লাভলীর আইনজীবী জামিনের আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম মাহমুদুল হাসান ওই ছাত্রীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে জামিন শুনানির জন্য গতকাল দিন রেখেছিলেন।

অনলাইন আপডেট

আর্কাইভ