শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ঘন কুয়াশার কারণে ৮ ঘণ্টা পর ফের চালু হলো শিমুলিয়া-কাঠালবাড়ী নৌ-রুট

লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা : গত ২২ জানুয়ারি রোববার রাত ২টা থেকে সকাল ১০টা পযর্ন্ত শিমুলিয়া-কাঠালবাড়ী-মাঝিকান্দি নৌ-রুটের পদ্মায় ঘন কুয়াশা পরলে বন্ধ হয়ে যায় এ রুটের ফেরি চলাচল। পরে সোমবার সকাল ১০টার দিকে কুয়াশা কেটে গেলে প্রায় ৮ ঘণ্টা পরে ফের চালু হয় এ নৌ-রুটের ফেরি চলাচল। বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায় শিমুলিয়া ও কাঠালবাড়ী ঘাট থেকে ছাড়া যানবাহনসহ ফেরিগুলো কুয়াশার কবলে পরলে বেশ কয়েকটি ফেরি যানবাহনসহ মাঝ নদীতে নোঙ্গর করতে বাধ্য হয় ফেরির মাস্টাররা, পরে কুয়াশা কেটে গেলে  ফেরিগুলো তাদের গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয় । এদিকে ঘন কুয়াশার কারণে ৮ ঘণ্টা এ নৌ-রুটের  ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় পারে সৃষ্টি হয় যানজটের, এবং বাড়তে থাকে যানবাহনের পরিমাণ। মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শরজিৎ কুমার ঘোষ জানায় প্রায় ৮ ঘণ্টা বন্ধ থাকার পরে সকাল ১০টায়  ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে ৪টি রোরো  ফেরিসহ মোট ১৫টি  ফেরি চলাচল করছে এ নৌ-রুটে তবে ফেরিগুলো ভালোভাবে ও ঠিকভাবে চলাচল করলে আমাদের ঘাটে কোন যানজট থাকবে না। এছারাও সকাল দিকে শিমুলিয়া ও কাঠালবাড়ী এবং মাঝিকান্দি থেকে যাত্রী নিয়ে ছাড়া লঞ্চগুলো কুয়াশার কবলে পরে মাঝ নদীতে পথ হারিয়ে ফেলে, পরে কুয়াশা কমে গেলে এ নৌ রুটের যাত্রীবাহী লঞ্চগুলো তাদের গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ