শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

চট্টগ্রামে সোনা চোরাচালানের দায়ে একজনের সশ্রম কারাদন্ড

চট্টগ্রাম অফিস: চট্টগ্রামে সোনা চোরাচালানের দায়ে মো. সোহেল (৩৩) নামে একজনকে আট বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। বুধবার চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ মো. শাহে নূর এই রায় দিয়েছেন।
দন্ডিত সোহেল রাউজান থানার শাহনগর গ্রামের শামসুল আলমের ছেলে।
জামিনে গিয়ে সোহেল বর্তমানে পলাতক আছেন।
চট্টগ্রাম মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী জানিয়েছেন, দুবাই থেকে আসার পথে অবৈধভাবে আনা ৬০টি সোনারবারসহ সোহেলকে ২০১৪ সালের ১৬ এপ্রিল গ্রেফতার করে কাস্টমস কর্তৃপক্ষ। বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা বি এম আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।
২০১৪ সালের ১৫ ডিসেম্বর মামলার অভিযোগপত্র দাখিলের পর পরের বছরের ১৬ সেপ্টেম্বর আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। অভিযোগ প্রমাণে ছয়জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ