শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বাংলাদেশের ইতিহাসে এই দলটা অসাধারণ : চান্দিমাল

স্পোর্টস রিপোর্টার : ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচের আগে আজ বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলংকা। এই ম্যাচে ভালো করলে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ফাইনাল খেলার সুযোগ থাকছে লংকানদের। তবে হারলেও দলটি ফাইনালে খেলতে পারবে যদি রান রেটে জিম্বাবুয়ে থেকে এগিয়ে থাকে। আর  হেরে রান রেটে পিছিয়ে থাকলে বাংরাদেশের বিপক্ষে ফাইনালে খেলবে জিম্বাবুয়ে। ফলে এমন একট ম্যাচে জিতেই ফাইনালে যেতে চায় শ্রীলংকা। গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে গতকাল সংবাদিকদের মুখোমুখি হয়েছেন দলটির অধিনায়ক দিনেশ চান্দিমাল। ত্রিদেশীয় সিরিজে সবার আগে ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ শেষ তিন ম্যাচের দাপুটে জয়ে নিজেদের শক্তিমত্তা জানান দিয়েছে। এছাড়া ঘরের মাঠে সাম্প্রতিক সময়েও অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়ে চলছে দলটি। বদলে যাওয়া বাংলাদেশকে নিয়ে চান্দিমাল বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এই দলটা অসাধারণ। ওদের দারুণ কিছু  প্লেয়ার আছে। তামিম, সাকিব, মুশফিক, মাহমুদউল্লাহ। মূল ব্যাপার হলো সিনিয়র প্লেয়ার হিসেবে তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। ৮-১০ বছর হলো আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে। আমার মনে হয় এটাই তাদের বাড়তি সুবিধা। তারা সবাই অসাধারণ খেলছে।’ বাংলাদেশের বিপক্ষে ম্যাচে খারাপ পারফরম্যান্সে ফাইনালের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে শ্রীলংকার। তাই এই ম্যাচটা লঙ্কানদের জন্য ফাইনালের আগেই ফাইনাল কিনা? এমন প্রশ্নের জবাবে লংকান অথিনায়ক চান্দিমাল বলেন, ‘দল হিসেবে আমরা ওভাবে ভাবিনি। সত্যি কথা বলতে আমাদের ভাল খেলতে হবে এবং অন্য আট দশটা ম্যাচের মতোই। আমরা যে জায়গায় নিয়ন্ত্রণ রাখতে পারবো শুধু ওটাই  ফোকাস করতে হবে। তাহলেই ফলাফল আমাদের পক্ষে আসবে। এবং আমরা সেটাই করবো।’ জিম্বাবুয়ে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে পয়েন্ট  টেবিলের তিনে ছিল শ্রীলংকা। তবে বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের বড় ব্যবধানের হারে পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে এসেছে লঙ্কানরা। তাই বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে শ্রীলংকা হারলেও নেট রান রেটের হিসেব-নিকেষ ফাইনালে খেলার সুযোগ থাকছে দলটির। এই দিকটির প্রতি ইঙ্গিত দিয়ে চান্দিমাল বলেন, ‘আমি শেষ সংবাদ সম্মেলনে যেটা বলেছি, এ ধরণের টুর্নামেন্টে প্রথম দুটি ম্যাচ হেরে গেলে সবসময়ই কঠিন। কিন্তু কখনও কখনও এটা আপনাকে শক্তভাবে ফিরতে আত্মবিশ্বাস যোগাবে। দল হিসেবে আমরা ওভাবেই দেখছি এবং ভাল কিছু করে কাল ফিরতে চাইছি।’ তবে বাংলাদেশের বিপক্ষে ভালো ফল নিয়ে ফাইনালে খেলার ইঙ্গিত দিলেন শ্রীলংকার ভারপ্রাপ্ত অধিনায়ক দিনেশ চান্ডিমাল, ‘এ ধরণের টুর্নামেন্টে প্রথম দুটি ম্যাচ হেরে গেলে সবসময়ই কঠিন। কিন্তু কখনও কখনও এটা আপনাকে শক্তভাবে ফিরতে আত্মবিশ্বাস যোগাবে। দল হিসেবে আমরা ওভাবেই দেখছি এবং ভাল কিছু করে কাল ফিরতে চাইছি।’ এই ম্যাচের পিচ নিয়ে কিছুটা অসন্তোস প্রকাশ করে চান্ডিমাল বলেন,‘প্রেসের সামনে আসার আগে আমি,  কোচ ও ম্যানেজার পিচ দেখেছি। দুই/তিনটি উইকেট তৈরি করা হচ্ছে। জানি না কোনটিতে খেলা হবে। তারা কোন উইকেট দেবে  সেজন্যই অপেক্ষা করছি। আমি বুঝতে পারছি না কেন তারা এতটা জটিল! তবে যে উইকেটই দেয়া হোক না কেন তারা খেলতে আমরা প্রস্তুত।’

অনলাইন আপডেট

আর্কাইভ