শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

যাত্রী হয়রানি বন্ধে পদক্ষেপ গ্রহণের আহ্বান

চট্টগ্রাম অফিস: সিটি যাত্রী কল্যাণ সমিতির এক সভা ২২ জানুয়ারী সোমবার সকালে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি এস.এম.জহিরুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কার্য্যকরী সভাপতি আ ন ম তৈয়ব আলী, সিনিয়র সভাপতি এন মোহাম্মদ পুতু, ব্যাংকার সেলিম উদ্দিন, মোঃ এরশাদ উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন, যুগ্ম সম্পাদক গোলাম মর্তুজা, মোঃ খোশাল খান, এ এম মনজুর লিমন, আবদুল নূর চৌধুরী, ফরহাদ উদ্দিন হিরু,মনোয়ার আজিজ চৌধুরী, আবদুল আজিজ প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, নগরীর গুরুত্বপূর্ণ সড়ক-মোড়ে সকাল-সন্ধ্যা প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। যত্রতত্র যাত্রী উঠা-নামা, ফুটপাত অবৈধ দখল, রাস্তার উপর এলোপাতাড়ি গাড়ী দাঁড় করিয়ে রাখা, ট্রাফিক না মানা, সর্বোপরি পর্যাপ্ত ট্রাফিক পুলিশের অভাবে নগরীতে দিন দিন যানজট অসহনীয় হয়ে উঠছে। এছাড়া সকালে অফিসমুখী এবং সন্ধ্যায় অফিস ছুটির পর ঘরমুখী মানুষ তীব্র গণপরিবহন সংকটে পড়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছে। যাত্রী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ বলেন, নগরীতে গণপরিবহনে শৃংখলা ফিরিয়ে আনতে প্রশাসনকে পরিকল্পিত এবং জোরালো আরো পদক্ষেপ নিতে হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ