শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

নাজিরপুরে কর্মকর্তাদের সহায়তায় চলছে নকলের মহোৎসব

নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরের নাজিরপুরে বাউবি’র এসএসসি পরীক্ষায় কর্মকর্তাদের সহায়তায় চলছে নকলের মহোৎসব। আর এ নকলের সহায়তার প্রধান হোতা বাউবি’র ওই  প্রোগ্রামের উপজেলা সদরের সিরাজুল হক সরকারি মাধ্যমিক বিদ্যালয় টিউটর কেন্দ্রের প্রধান সমন্বয়কারী ও ওই বিদ্যালয়ের  সহকারী  শিক্ষক হাসান সর্দার। গত ১২ জানুয়ারি শুরু  আরচ্ছিক বিষয় নিয়ে আগামী ১৬ ফেব্রুয়ারি এ পরীক্ষা শেষ হবে বলে জানা গেছে। এক শিক্ষার্থীর অভিভাবক পরিচয়ে প্রতিনিধির কথা হয় ওই কেন্দ্রের নাহিদ নামের প্রথম বর্ষের এক পরীক্ষার্থীর সাথে। ওই পরীক্ষার্থী জানান, পরীক্ষায় নকলের সহায়তা করতে সুযোগ করে দিতে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ৫ শত টাকা ও  প্রবেশ পত্র বাবদ ৫শত টাকা করে আদায় করা হয়েছে। আর এ টাকা আদায় করেছেন ওই  টিউটর কেন্দ্রের ও উপজেলার রঘুনাথপুর হক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেদানন্দ মন্ডল। একই ভাবে কথা হয় সাব্বির হোসেন নামের আর এক পরীক্ষার্থীর সাথে। তিনি জানান, ইউএনও, ম্যাজিষ্ট্রেটসহ অফিসারদের খাওয়া ও তাদের ম্যানেজ করতে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে মোট ১ হাজার টাকা করে নেয়া হয়েছে। গতকাল শুক্রবার ওই কেন্দ্রের এস এসসির প্রথম বর্ষের গণিত পরীক্ষা  চলাকালে কেন্দ্রে গিয়ে দেখা গেছে,  সরকারি বালক বিদ্যালয়ের পুরাতন ভবনের দ্বিতীয় তলার ২ টি কক্ষে পরীক্ষা চলছে।  কেন্দ্রে  ঢোকার সময় দেখা যায় নিচে মাঠে দাঁড়ানো ওই  টিউটর কেন্দ্রের প্রধান সমন্বয়কারী হাসান সর্দারকে।  সাংবাদিক উপরে উঠতে দেখে নিচ থেকে ওই বিদ্যালয়ের অস্থায়ী  এমএলএসএস  মনোতোষকে সাংবাদিক সাংবাদিক বলে তিনি (হাসান) সিগন্যাল দেন । এ সময় কক্ষে ঢুকে দেখা যায় সকল পরীক্ষার্থীই নকল সড়াতে ব্যাস্ত। কারো কারো খাতার নিচেও নকল দেখা গেছে। পূর্ব পাশের একটি কক্ষে বসে মোবাইলে কথা বলছেন এক বয়স্ক লোক। তার পরিচয় জানতে চাইলে তার নাম  মো:  ইউনুস ও বাউবি’র  বরিশাল বিভাগীয় প্রশাসনিক কর্মকর্তা বলে তিনি জানান। আর কেন্দ্রের ম্যাজিষ্ট্রেটের দায়িত্বে থাকা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিরামন বৌদ্ধ ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে। এ সব বিষয়ে  ওই কেন্দ্রের সমন্বয়কারী হাসান সর্দারের কাছে জানতে চাইলে তিনি নকল বা টাকা নেয়ার ব্যাপারে কিছুই জানেন না। আর এ টাকা আদায় করা শিক্ষক বেদানন্দ মন্ডল সেখানে শুধু নির্দেশেই কাজ করেন বলে জানান। টাকা আদায়ের  ব্যাপারে কোন সদুত্তর দিতে পারেন নি।

অনলাইন আপডেট

আর্কাইভ