বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

ছাগলনাইয়ায় দুর্ধর্ষ চুরির ঘটনায় ১২ লাখ টাকার মালামাল খোয়া

ছাগলনাইয়া সংবাদদাতা: ছাগলনাইয়া উপজেলার রাঁধানগর ইউনিয়নের নিজপানুয়া বড় খন্দকার বাড়িতে ২৪ জানুয়ারি রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা সংঘঠিত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার  নিজপানুয়া বড় খন্দকার বাড়ির মৃত মফজলের রহমানের ঘরে। সূত্র জানায়, মফজল রহমানের দুই পুত্র জিল্লুর রহমান ও সাজ্জাদুর রহমান চাকুরী জনিত কারণে গ্রামের বাড়িতে থাকেন না।  দুই মেয়ে মায়ের সাথেই বাড়িতে থাকে। ঘটনার দিন মেয়ে দুটি ঘরে ছিলো না । মৃত মফজলের রহমানের বৃদ্ধা স্ত্রী রৌশনা আরা বেগম বুধবার রাতে ঘরে একা ছিলেন। রৌশন আরা বেগম ঘরে একা থাকার বিষয়টি টের পেয়ে স্থানীয় কানো ব্যক্তির যোগসাজশে চোরের দল বুধবার সন্ধ্যায় হয়তো বাসার দরজা খোলা থাকা অবস্থা বাসায় লুকিয়ে থাকে এবং মধ্যরাতে রৌশন আরা বেগম ঘুমিয়ে পড়লে চাবি দিয়ে আলমারী খুলে ২০ ভরি স্বর্ণালংকার, নগদ ৫ হাজার টাকাসহ আলমারীর থাকা মুল্যবান কাপড়-চোপড় নিয়ে যায় এমন অভিযোগ করেছেন রৌশনারা বেগমের ছেলে সাবেক ফুটবলার জিল্লুর রহমান। রাত ৩টার সময় রৌশন আরা বেগম তাহাজ্জুতের নামাজ আদায় করার জন্য ঘুম থেকে জেগে উঠে দেখতে পায় ঘরের দরজা খোলা এবং আলমারীয় থাকা স্বর্ণ, টাকা ও কাপড়-চোপড় নেই। বৃহস্পতিবার রৌশন আরা বেগমের ছেলে সাজ্জাদ হোসেন খন্দকার বাদী হয়ে ছাগলনাইয়া থানায় এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করেন স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মোট ১২ লক্ষ টাকার মালামাল চোরেরদল  নিয়ে পালিয়ে গেছে। অভিযোগের ভিত্তিতে ছাগলনাইয়া থানার এস আই মোঃ নোমান সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ